মোঃ সাইফুল ইসলাম, উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার পূর্নিমাগাতী ইউনিয়ন বিএনপির উদ্যেগে সাবেক এমপি এম আকবর আলীর নির্দেশনায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পূর্নিমাগাতী ইউনিয়ন বিএনপি নেতা শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে,আবু শাহিন রেজার সঞ্চালনায়, আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার,সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, আজিজুর রহমান মানু, আশরাফুল ইসলাম মিন্টু,গোলাম কিবরিয়া প্রমূখ।