স্টাফ রিপোর্টার:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন মঙ্গলবার (২১মে -২০২৪খ্রীঃ) শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৫ জন চেয়ারম্যান প্রার্থী, ৬ জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সেলিনা মির্জা মুক্তি তার মোটরসাইকেল প্রতিকে ৮৯’হাজার ১৮ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নবী নেওয়াজ খান বীনু হেলিকপ্টার প্রতিকে ২২হাজার ২৩ ভোট পান। আকমল হোসেন তার আনারস প্রতিকে ৫’হাজার ৮ শত ৮৩ ভোট পান, হেদায়েত আহমেদ তার ঘোড়া প্রতিকে ২ হাজার ৭ শত ৪৫ ভোট পান। জহুরুল ইসলাম মিল্টন তার দোয়াত-কলম প্রতিকে ২ হাজার ৫ শত ৩১ ভোট পান। উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ আবু সাঈদ সরকার তার নির্বাচনী চশমা প্রতিকে ৫৮’হাজার ৩’শত ৫০ ভোট পেয়ে বিজয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, মোঃ মনিরুজ্জামান তার তালা প্রতিকে ৪৬ হাজার০০, ৯ ভোট পান, এস.এম. জাহিদুজ্জামান কাকন তার উড়োজাহাজ প্রতিকে ১০ হাজার১’শ ২২ ভোট পান, সরোয়ার হোসেন তার টিউবওয়েল প্রতিকে ৩ হাজার ৮শত ৫ ভোট পান, শরিফুল ইসলাম তার টিয়া পাখি প্রতিকে ২’হাজার২’শত ২৩ ভোট পান, আলমগীর হোসাইন তার বই প্রতিকে ১হাজার৬’শত ৮০ ভোট পান ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সবিতা প্লাবনী (সুইটি) কলস প্রতিকে ৫৬’হাজার ৯’শত ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছাঃ সুমাইয়া পারভীন তার পদ্মফুল প্রতিকে ২৯হাজার ৮শত ৪৮পান, লাভলী পারভীন তার হাঁস প্রতিকে ২৩ হাজার ৩শত ৩২ ভোট পান, একা খাতুন তার ফুটবল প্রতিকে ৬ হাজার ১ শত ২৫ ভোট পান।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ, ৫০ হাজার, ২ শত,৮৬ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে ২ লক্ষ, ১৮, হাজার ৮৬ জন। পুরুষ ভোটার সংখ্যা ২ লক্ষ, ৩১ হাজার, ৬ শত,৯৩ জন। এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৮ জন। এ নির্বাচনে ভোটকেন্দ্রর সংখ্যা ছিল ১৪৪ টি ।
ভোট গননা শেষে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সানজিদা সুলতানা বেসরকারিভাবে উল্লাপাড়া উপজেলার উপরোক্ত ফলাফল ঘোষণা করেন।