সাব্বির মির্জা, তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে একদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌর সদরের বারোয়ারী বট তলা থেকে বাজার পর্যন্ত প্রধান সড়কে বৃষ্টির পানি জমে গিয়ে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে স্থানীয় বাসিন্দাদের।
পৌরবাসীরা জানান, বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে, যার মূল কারণ ড্রেনের ব্যবস্থার অভাব। সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতিবারই রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
এ বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে এই সমস্যা চলমান থাকলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত রাস্তাটির সংস্কার এবং কার্যকর ড্রেনের ব্যবস্থার দাবি জানান।
একজন স্থানীয় বাসিন্দা জানান, “প্রতিবার বৃষ্টির পর আমরা এমন দুর্ভোগের মধ্যে পড়ি। রাস্তা দিয়ে চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়ে। বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রী এবং কর্মজীবীদের জন্য এটি একটি বড় সমস্যা।”
এ বিষয়ে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. খালিদ হাসান বলেন, “রাস্তাটি নিয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। ড্রেনের ব্যবস্থা উন্নত করার পরিকল্পনাও রয়েছে। কাজ সম্পন্ন হলে আশা করা যায়, এই জলাবদ্ধতার সমস্যা সমাধান হবে।”
স্থানীয়দের দাবি, দ্রুত এই সমস্যার সমাধান না হলে বর্ষাকালে তাদের দুর্ভোগ আরও বাড়বে।