গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ দৈনিক যায়যায়দিন পত্রিকা ১৯বছরে পদার্পন করায় ৬ই জুন বৃহস্পতিবার বগুড়ার গাবতলী প্রেসক্লাবে উপজেলা প্রতিনিধি সাব্বির হাসানের আয়োজনে কেক কাটেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন। এলক্ষ্যে এক আলোচনা সভা গাবতলী প্রেসক্লাবের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির হাসানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন পিআইও রাশেদুল ইসলাম, রাকাব গাবতলী শাখা ব্যবস্থাপক লিয়াকত হোসেন, সাবেক সভাপতি রায়হান রানা, সহ-সভাপতি মুহাম্মাদ আবু মুসা ও সাবেক সাধারণ সম্পাদক আল আমিন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল আকন্দ, যুগ্ম সম্পাদক আতাউর, প্রচার সম্পাদক আরিফুর রহমান , দপ্তর সম্পাদক সদস্য বিপ্লব, সদস্য নজরুল ইসলাম, শামীম, তোহাব, সাংবাদিক রিয়াজ, রিপন মিয়া প্রমুখ। শেষে কেক কর্তন করা হয়।