কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৈালপুর ইউনিয়নের চরবাশঁবাড়ীয়ায় সরকারের দেয়া অসহায় অসচ্ছল ভূমিহীন পরিবারকে দেয়া গুচ্ছ গ্রামকে মাদকের আস্থানা করে রেখেছে বেলকুচি উপজেলার চরসমেশপুুর এলাকার আলী রেজার ছেলে বিপ্লব । এছারাও মাদক বিক্রি, বন্ধুদের নিয়ে সেবন, অসহায় মানুষকে নানা ভাবে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগও পাওয়া গেছে বিপ্লবের বিরুদ্ধে ।
এক পরিবারের অভিযোগ সুত্রে জানা যায়, গত সোমবার রাতে কিছু মাদক সেবনকারী ও সন্ত্রাসী নিয়ে এসে আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে । চাঁদা দিতে রাজি না হলে এলোপাথারিভাবে কুপিয়ে ঘড় ভাঙ্গচুর করে । এবং পরবর্তীতে ঘরে আবার ফিরে আসলে মারপিট করবে বলে হুমকি দেয় । মাদক ব্যবসা ও সেবন ছারাও আরও অনেক ধরনের অপকর্মের সাথে বিপ্লব জড়িত বলে জানান তারা ।
এলাবাসি সুত্রে জানা যায়, অনেক আগে থেকে বিপ্লব ও তার কিছু সহযোগী এই এলাকায় মাদক বিক্রি সহ অনেক যুবককে মাদক সেবনের সাথে জরিত করেছে । তার বিরুদ্ধে কথা বলে তাদের এলাকায় হাটে যাওয়া সময় ধরে মারধর করতো এই মাদক ব্যবসায়ী । তারা আরও জানান, প্রতিদিন বিকেলে এখানে আসে এবং গভীর রাত পর্যন্ত প্রায় ৩০-৪০ জন নিয়ে মাদক সেবন করে ও ঘরে থাকা বিবাহ উপযুক্ত মেয়েদের বিরক্ত করে । তার এই আচরণে প্রতিবাদ করায় মারপিটের শিকার হতে হয়েছে হয়েছে অনেক পরিবার । এই মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীর উপযুক্ত শাস্তি দাবি করেছে এলাকাবাসি ।
এ বিষয়ে কামারখন্দ থানার অফিসার্স ইনচার্জ রেজাউল ইসলাম জানান, বিপ্লবের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছে এক ভুক্তভোগী । দ্্রুত আমরা তাকে গ্রেফতার করবো ।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ইসরাত জাহান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি । আমরা খুব দ্্রুত আইনগত পদক্ষেপ গ্রহন করবো ।