৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:৪২ মিনিট
  1. অপরাধ
  2. অর্থ ও বাণিজ্য
  3. আড়াইহাজার
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আর্কাইভ
  7. ঈদ আড্ডা
  8. ঈদ আনন্দ
  9. কক্সবাজার
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্রগ্রাম
 

চৌহালীতে আগুনে পুড়লো আশ্রয়ণ প্রকল্পের ঘর

প্রতিবেদক
joysagortv
মার্চ ১৫, ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের কোদালিয়া পশ্চিম পাড়া গ্রামে সরকারের দেয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর পুয়ে ছাই হয়েছে ৷
বৃহস্পতিবার(১৪ মার্চ) আনুমানিক রাত ১২টায় উপজেলার কোদালিয়া পশ্চিম পাড়া গ্রামের মৃত আবু হানিফ মিয়ার ছেলে মো, কাশেম মিয়ার সরকারে দেয়া আশ্রয়ণ প্রকল্পের একটি টিনের ঘর পুড়ে গেছে। এসময় ঘরে থাকা আসবাবপত্র, খড়ের পালা, হাস, মুরগী সহ আনুমানিক ২/৩ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে তারা জানান। আগুন লাগার কোনো  সূত্র বলতে পারছে না ওই পরিবার ৷
স্থানীয় বাসিন্দা বোরহান উদ্দিন  জানায়, গভির রাতে কোদালিয়া পশ্চিম পাড়া গ্রামের মৃত আবু হানিফ এর ছেলে মোঃ কাশেম মিয়াকে সরকারের দেয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন ধরে ৷ এ আগুন ছড়িয়ে পড়লে  ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় আগুনে পুড়ে মো. কাশেম মিয়ার ১টি খড়ের পালা ঘরে থাকা হাঁস-মুরগি, আসবাব পত্রসহ ঘরে থাকা সব কিছু পুড়ে যায় ৷ কিভাবে আগুনের সূত্রপাত হয় তা কেউ বলতে পারছেনা ৷ আশপাশের লোকজন তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনায় অনেক পরিবার ক্ষতিগ্রস্থ থেকে বেচে যান।
এবিষষে ক্ষতিগ্রস্থ কাশেম মিয়া বলেন, রাতে আমরা পাশের ঘরেই ঘুমে ছিলাম আগুনের শব্দ পেয়ে ঘুম থেকে উঠে ডাকা-ডাকি করলে আসেপাশের লোকজন এসে আগুন  নিভায় ৷
খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাবলু জানান, আগুনে ১ ঘর, ১টি খড়ের পালা, আসবাব পত্রসহ কিছু কাপড়, হাঁস-মুরগি পুড়ে গেছে ।  ক্ষতির পরিমান ২ থেকে ৩ লক্ষ টাকা। কিভাবে আগুনের সূত্রপাত তা কেউ বলতে পারছেনা। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরণের সাহায্য করা হবে ৷
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ হেকমত আলী বলেন, খবর শুনেছি সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান জানান, অগ্নিকান্ডের খবর শুনেছি, বিকালে দেখতে যাবো ৷ প্রশাসনের পক্ষ থেকে নগদ টাকা ঢেউটিন ও শুকনো খাবার দিয়ে সহযোগিতা করা হবে ৷
সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত