মোঃ হামজা শেখ, রাজবাড়ী :
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কালুখালী এর আয়োজনে উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতা,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ, বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বক্কার সিদ্দিক,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী,সমাজ সেবা অফিসার মোঃ নাজমুল হাসান, এছাড়াও উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুল জব্বার, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ও উপজেলা পরিনার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা বলেন নারী পুরুষ এর মোধ্যে কোন বৈশম্যবিরোধ রাখা যাবে না বিশেষ করে সমাজের মধ্যে বাল্যবিবাহ নারী নির্যাতন, সামাজিক ও পারিবারিক নির্যাতন বন্ধে কন্যা শিশু দিবস এর প্রয়োজন উল্লেখ করে বিভিন্ন দিক নির্দেশনামুলক আলোচনা করেন।