মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিকের সাথে মতবিনিমিয় সভা করলেন কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুল এ্যান্ড কলেজ মাঠে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ^বিদ্যালয়ের মোঃ ওয়াহিদুজ্জামান, আকরাম হোসাইন রাজ, আশরেফা খাতুন, সরদার নাদিম মাহমুদ শুভ, বাবু খান, রাব্বি আফ্রিদি, নয়ন আহমেদ তারেক রেজা, জগন্নাথ বিশ^বিদ্যালয়ের আবু বকর খান, ফারহানা ফারিনা, ঢাকা কলেজের মইনুল ইসলাম, খুলনা বিশ^বিদ্যালয়ের বিশ্বজিৎ দত্ত, এন.ইউ.বি এর তৌহিদ ইসলাম শুভ, বরুন্নেসা কলেজের সুলতানা জান্নাত, ইউআইটিএস এর মাহমুদা সুলতানা রিমি। এসময় ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উপস্থিত ছিলেন রায়হান হোসেন রিহান, আবু হুরাইরা, হোসাইন, এলমা খাতুন, শারমিন সুলতানা, নুসরাত জাহান সাথী ও রতœা খাতুন। এসময় ছাত্র-নাগরিকের বিভিন্নœ প্রশ্নের উত্তর দেন ঢাকা বিশ^বিদ্যালয়ের আশরেফা খাতুন। দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাস নিয়ে আলোচনা হয়। তাছাড়া শিক্ষার্থীদের ব্যানারে টিম মুগ্ধ ও টিম মনিটরিং এর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।