মোঃ হামজা শেখ, রাজবাড়ী
সরকারি সম্পত্তির উপর থাকা কোন গাছ কাটতে হলে নিয়মানুযায়ী টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাটার বিধান থাকলেও রাজবাড়ীর পাংশায় সে বিধানকে বৃদ্ধাগুলি দেখিয়েছেন মসজিদের এক ইমাম। সেই গাছ কেটে বিক্রিও হয়ে গেছে। পড়ে আছে গুড়িটুকু,তা-ও যেকোনো সময় উধাও হয়ে যাবে বলে ধারণা স্থানীয়দের।
জানা যায়,পাংশা উপজেলা মসজিদের ইমাম রুস্তম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারির সাথে থাকা সরকারি সম্পত্তির উপর লাগানো মোটা মেহগনি গাছটি কেটে নিয়েছেন। পরে তা ভ্যান বোঝায় করে নিয়ে গিয়ে বিক্রিও করেছেন। স্থানীয়রা বলছেন,গাছটির অনেক বয়স। দামও প্রায় ৫০/৬০ হাজার হবে।
তবে টেন্ডার ছাড়াই এতসব কান্ড করছেন তিনি। কোথাও কোন লিখিত অভিযোগও দেননি। গাছ কাটার ব্যাপারে জানেন না পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: দেলোয়ার হোসেন। তিনি বলেন,শুনেছি মেহগনি গাছটা রুস্তমের ঘরের উপর হেলে পড়েছে।তবে গাছ কাটা সম্পর্কে আমি কিছুই জানি না।
গাছ কাটার ব্যাপারে মুঠোফোনে মসজিদের ইমাম রুস্তমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,ইউএনও মহোদয় সব জানে। প্রয়োজনে হাসপাতালের হেড ক্লার্ক এর থেকে তথ্য নেন। গাছ কাটা ও বিক্রির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: মাসুদুর রহমান রুবেল বলেন, বিধিমালা মেনে গাছ কাটা যায়। তবে গাছ কাটার ব্যাপারে আমি কিছু জানিনা