করোনা পরিস্থিতি বিবেচনায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বি-বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।
পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভা এবং আগামী ২৫ মার্চ একই ভেন্যুতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগের সূচি অনুযায়ী সাধারণ সভা ১২ ফেব্রুয়ারি এবং নির্বাচন ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সোমবার সংগঠনের সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ডিইউজের সহসভাপতি এম এ কুদ্দুস, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান, প্রচার সম্পাদক আছাদুজ্জামান প্রমুখ।