ডোমারে খেঁজুরের মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা
আজ বৃহস্পতিবার (১৪ই মার্চ) সকালে উপজেলা শহরের বিভিন্ন বাজারে মনিটরিং করতে অভিযানে নামে প্রশাসন। এতে ব্যবসায়ীদের অসঙ্গতি ও অনিয়মের কারণে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন—সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
অভিযানে খেঁজুরের সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ধারায় শহরের ফল ব্যবসায়ী মনোয়ার ও মান্নানকে ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করে তা আদায় এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়।
এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ), স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান। অভিযান পরিচালনায় ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ সহযোগিতা করেন।