স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জে ড.জান্নাত আরা হেনরী আন্তর্জাতিক র্যাপিট রেটিং দাবা টূর্ণামেন্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৮জুন) সন্ধ্যা রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর কড্ডা মোড়ে- সদানন্দপুর যুব সমাজের আয়োজনে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী। এ সময়ে তিনি তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্মদেরকে সু-শিক্ষা অর্জন করার পাশাপাশি, দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং খেলাধূলা, সাহিত্য সংস্কৃতির দিকে মনোনিবেশ করতে হবে। মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে, ইভটিজিং রোধে সকলকে কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। প্রধান আলোচক ছিলেন, সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শামীম তালুকদার লাবু। বিশেষ অতিথি ছিলেন, এ্যাসোসিয়েশন অব চেঞ্জ প্লেয়ার বাংলাদেশের সভাপতি মোঃ এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ওসমান শাওন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক, সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্র্যাংকলরী মালিক গ্রুপ এর সভাপতি, সিরাজগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক সাবেক পৌর কউন্সিলর হাজী মোঃ আব্দুস সাত্তার, এ. আর কনস্ট্রাকশন এর প্রধান নির্বাহী মোঃ আব্দুর রহমান, মিশ্রাম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিঃ এর পরিচালক আলহাজ্ব মোঃ মাসুম মিয়া প্রমুখ। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, তূর্য ফুডস এর পরিচালক মোঃ রকিবুল কবীর হিলটন।
প্রধান আয়োজক ছিলেন, এ্যাসোসিয়েশন অব চেঞ্জ প্লেয়ার সিরাজগঞ্জের সভাপতি মোঃ মশিউল কবীর শিপলু।
এ অনুষ্ঠানে আরো দায়িত্বে ছিলেন,সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ ও অন্যান্যরা ।
রাতে খ্যাতনামা সংগী শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।