তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে আন্ত:জেলা গরুচোর চক্রের ২ সর্দারকে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ। এসময় একটি ট্রাকসহ গরু চুরির কাজে ব্যবহৃত লোহার তৈরি বিভিন্ন সরমঞ্জাম উদ্ধার করলেও অন্যান্য চোররা পানিতে ঝাঁপিয়ে পড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তাড়াশ থানার মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক দেড়টার সময় তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের খুঁটিগাছা এলাকায় ব্রিজে তাড়াশগামী একটি ট্রাকে করে একদল গরু চোর ঘটনাস্থলে এলে, টহল পুলিশের একটি গাড়ি তাদের গতিরোধ করেন।
এসময় আন্ত:জেলা গরুচোর চক্রের প্রধান হোতা নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বকুলপুর গ্রামের আতাউর রহমানের ছেলে মো. সাগর (২৫) ও রাজশাহীর মতিহার থানার বামন শিকার মহল্লার বদিউজ্জামানের ছেলে মাসুম রেজা (২৮) জিজ্ঞাসাবাদ করার সময় অন্যান্য চোরেরা বিলের পানিতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়। এসময় দু’জনকে গ্রেফতারসহ ট্রাকে রাখা ধারলো অস্ত্র ও গরু চুরির বিভিন্ন সরমঞ্জামাদি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের গতকাল শনিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়। তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিয়য়ে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।