তীব্র গরমে অতিস্ঠ হয়ে পড়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জের জনজীবন। সারা দেশের মতো রায়গঞ্জেও চলছে তীব্র তাপপ্রবাহ। ফলে ব্যহত হচ্ছে উপজেলার মানুষের স্বাভাবিক জীবন যাত্রা। উপজেলার ধানগরা পালপাড়া গ্রামের পরিতোষ বলেন, এই গরমে মাটি খুরে স্লাব বসানো খুবই কষ্টকর। তার পরেও মানুষের চাহিদা অনুযায়ী কাজ করে থাকি। তা না হলে পেটে ভাত জুটবে না। গত কয়েক দিনের তীব্র গরমে সবচাইতে বিপাকে পড়েছেন খেটে-খাওয়া অসহায় মানুষগুলো।
এদিকে তীব্র গরমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ রোগীর সংখ্যা বাড়ছে। সর্দি, জ্বর-কাশি ও ডায়রিয়ার লক্ষন সহ বিভিন্ন রোগ নিয়ে হাসপাতালে আসছে শিশু সহ বিভিন্ন বয়সের মানুষেরা। এ সময় রোগীর সংখ্যা দিন দিন বাড়তে পারে বিধায় এই মুহূর্তে ছোট-বড় সবাইকে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। তথ্য সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি রয়েছেন ব্রম্যগাছা ইউনিয়নের মরিয়ম বেগম।
তিনি সাংবাদিকদের জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে অনেকটাই সুস্থ অনুভব করছেন। রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম তৌহিদ বলেন, সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন স্যারের দিক নির্দেশনায় আমরা আমাদের জনবল দিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেস্টা করছি। এবং তা অব্যাহত রেখেছি।