২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:৩৭ মিনিট
  1. অপরাধ
  2. অর্থ ও বাণিজ্য
  3. আড়াইহাজার
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আর্কাইভ
  7. ঈদ আড্ডা
  8. ঈদ আনন্দ
  9. কক্সবাজার
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্রগ্রাম
 

নাটোরে সাবেক এমপি ডা. সিদ্দিকুরের ব্যক্তিগত প্রতিষ্ঠানে সরকারী ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
joysagortv
অক্টোবর ১৮, ২০২৪ ১০:৪৬ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ব্যক্তিগত জায়গায় ও ব্যক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী টাকায় একাডেমিক ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে বড়াইগ্রাম সচেতন নাগরিক সমাজ। শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে উপজেলার বনপাড়া পৌর শহরের প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুই শতাধিক সচেতন ও সুধী সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে প্রায় এক ঘন্টা স্থায়ী এই মানববন্ধনে বক্তব্য রাখেন, বড়াইগ্রাম সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি ডা. রাশেদুল ইসলাম, আব্দুল্লাহ আল আওয়াল মমিন, নাসির গাজি, আতিকুর রহমান সহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, পতিত স্বৈরাচারের দোসর অবৈধ দুর্নীতিবাজ সাবেক এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী তার নিজ নামীয় জমিতে ও নিজ মালিকাধীন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী ১ কোটি ১৪ লক্ষ ৬৪ হাজার ৬শত টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট ভবনের একতলা নির্মাণ কাজের উদ্বোধন করা হয় গত বৃহস্পতিবার। সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক আশরাফুল ইসলাম এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ খবর জানতে পেরে ক্ষোভে ফেটে পড়ে সচেতন নাগরিক সমাজ। সরকারী টাকা কি করে তার ব্যক্তিগত নামের শিক্ষা প্রতিষ্ঠান এস.আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউট এর জন্য বরাদ্দ হয় তা কারও কাছেই বোধগম্য হচ্ছে না। এছাড়া ওই সাবেক এমপি বিভিন্নভাবে দুর্র্নীতি করে কোটি কোটি টাকা উপার্জন করেছে। ওই দুর্নীতিবাজ সাবেক এমপি এই বহুতল ভবন কৌশলে হাতিয়ে নিয়ে নিজের স্বার্থ হাসিল করার অপচেষ্টা করছে। এ অন্যায় ও দুর্নীতি বিরুদ্ধে প্রাথমিকভাবে মানবন্ধন করে প্রতিবাদ করা হলো। জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরও বলেন, উপজেলার ঐতিহ্যবাহী জোয়াড়ি উচ্চ বিদ্যালয়, মাঝগাঁও উচ্চ বিদ্যালয় সহ প্রায় ২০টিরও অধিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আধাপাকা ও জরাজীর্ণ অবস্থায়। এ সব ভগ্নদশা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিবেচনা করে যে কোন একটি বা দুইটিতে এই বরাদ্দ দিয়ে ভবন নির্মাণ করার দাবি জানাই আমরা। সাবেক দুর্নীতিবাজ এমপি’র ব্যক্তিগত প্রতিষ্ঠানের এই সরকারী বরাদ্দ বাতিল না করলে আগামীতে আরও বৃহৎ ও কঠোর কর্মসূচী দিয়ে এর প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানায় বক্তারা।
জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, জনাব সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি থাকা অবস্থায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে এই বরাদ্দ অনুমোদন করে নিয়ে আসেন। এই বরাদ্দ রিভিউ করার সুযোগ এখনও আছে।
উল্লেখ্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সাবেক ওই এমপি অবৈধভাবে বিভিন্ন সময় সরকারী মোটা অংকের টাকা তার মালিকাধীন প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করেছেন ও কাজ বাস্তবায়ন করেছেন বলেও অভিযোগ রয়েছে।
সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ - বিজ্ঞান প্রযুক্তি

আপনার জন্য নির্বাচিত

মহানবীকে কটুক্তির প্রতিবাদে সলঙ্গায় বিক্ষোভ

গাবতলীতে এনজিও ম্যানেজারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

সয়দাবাদ ইউপি’র  চেয়ারম্যান নবীদুল ইসলাম এর  উদ্যোগে ঈদ উপহার ৩’হাজার   শাড়ী, লুঙ্গি  ও পাঞ্জাবি বিতরণ

সিরাজগঞ্জে চিকিৎসা সহায়তার আর্থিক অনুদান, প্রতিবন্ধীদের ট্রাইসাইকেল বিতরণ ও বধক্ষ রোপণ করলেন-সমাজকল্যাণমন্ত্রী ডা. দিপুমনি

বিরামপুর সীমান্ত থেকে আটক ৮

ক্রান্তিলগ্নে জাতীয়তাবাদী দল বিএনপি যাদের কারণে সুসঙ্ঘবদ্ধ হয়েছে

কোরবানির ঈদকে সামনে রেখে বাড়ছে মসলার দাম

বড়হামকুড়িয়া শিয়ালকোলে অবস্থিত সিরাজগঞ্জ মেসার্স তাহসান নার্সারী বৃক্ষ মেলায় অংশগ্রহণ

সিরাজগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন

‘নির্যাতন-নিপীড়নের মাঝেও বিএনপির নেতা-কর্মীরা তাদের নীতি-আদর্শ থেকে কখনো সরে যায়নি’ : ইঞ্জিনিয়ার তুহিন