তারিকুল ইসলাম তারিক, স্টাফ রিপোর্টার:
রংপুরের পীরগঞ্জ পৌরসভার তাহিরপুর মজিলা গ্রামের নুরুল ইসলাম ক্রয় কৃত জমিতে প্রাচীর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ প্রাচীর নির্মানে বাধা প্রদান করেন এবং প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি দেয়। এ বিষয়ে পীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায় দাগ নং ৭৮০/ ৭৮২ খতিয়ান নং ২০ নতুন দাগ নম্বর ২৮৭/২৮৯/২৯০ জে এল নং ২৩২ মোট জমির পরিমান ৫৩ শতাংশ মৌজা তাহিরপুর মজিলা । উক্ত জমি ক্রয় করার পর থেকেনজরুল ইসলাম ভোগ দখল করিয়া আসিতেছেন | দখলীয় সম্পত্তিতে সিমানা প্রাচীর নির্মাণ করতে গেলে পার্শ্ববর্তী আবুল হোসেন, লাভলু মিয়া, পিতা মৃত কফিল উদ্দিন, আনারুল ইসলাম পিতা মৃত্যু আব্দুস সাত্তার, রাজু মিয়া পিতা বাবলু মিয়া, উক্ত জমিতে নির্মান কাজে বাধা প্রদান করেন এবং ফসল নষ্ট করেন। সরে জমিনে গিয়ে বেশ কিছু স্থানীয় লোকের সঙ্গে কথা বলে জানা যায় উক্ত সম্পত্তি নুরুল ইসলাম বেশ কয় বছর আগে ক্রয় করেন এবং ভোগ দখল করিয়া আসিতেছেন। বর্তমানে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে হঠাৎ করে জোরপূর্বক বিবাদীরা উক্ত জমিতে প্রাচীর নির্মাণে বাধা প্রদান করে এবং নুরুল ইসলামকে প্রাণনাশের হুমকি প্রদান করেন বলে জানা গেছে।