২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:০২ মিনিট
  1. অপরাধ
  2. অর্থ ও বাণিজ্য
  3. আড়াইহাজার
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আর্কাইভ
  7. ঈদ আড্ডা
  8. ঈদ আনন্দ
  9. কক্সবাজার
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্রগ্রাম
 

নিষিদ্ধের পরও জগন্নাথপুরে অবাদে ব্যবহার হচ্ছে পলিথিন

প্রতিবেদক
joysagortv
নভেম্বর ২৩, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:
সরকার পরিবেশের ক্ষতিকর দিক বিবেচনা করে (১ নভেম্বর) শুক্রবার থেকে সারাদেশে একযোগে পলিথিন ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়। এর পরিবর্তে পাট, কাপড়ের ব্যাগ বা পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহার করতে বলা হয়। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের জগন্নাথপুরের সর্বত্র অবাধে ব্যবহার হচ্ছে পলিথিন। প্রশাসনের অভিযানের অভাবে বন্ধ হচ্ছে না পলিথিনের ব্যবহার।
শনিবার   (২৩ নভেম্বর) সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে পলিথিন ব্যবহারের চিত্র। বাজারের কোথাও ক্রেতা-বিক্রেতার হাতে দেখা যায়নি পাটের ব্যাগ কিংবা পরিবেশবান্ধব ব্যাগ। ক্রেতাদের হাতে হাতে দেখা গেছে ২ থেকে ৩টি মালামাল নেওয়া পলিথিনের ব্যাগ।
ক্রেতা-বিক্রেতাদের অনেকে জানান, কাঁচাবাজারে পলিথিন নিষিদ্ধের বিষয়টি তারা শোনেননি। আবার অনেকে বলেন, পলিথিন নিষিদ্ধের বিষয়ে তারা জানলেও বিকল্প না থাকায় বাধ্য হয়ে পলিথিন ব্যবহার করছেন।
কাঁচাবাজারে বাজার করতে আসা স্থানীয় লোকজন বলেন,”সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই। কিন্তু এটা কতটুকু কার্যকর হবে সেই প্রশ্ন থেকে যায়। এর আগেও অনেক সরকার পলিথিন বন্ধের উদ্যোগ নিয়েছে, কিন্তু আবারও পলিথিন বাজারে ফিরে এসেছে। কঠোরভাবে আইন প্রয়োগ না করলে বাজারে পলিথিন ব্যবহার বন্ধ করা সম্ভব নয়।”
এলাকাবাসী জানান,”পলিথিন বন্ধে প্রশাসনকে আরো কঠোর হতে হবে।তাদের তৎপরতা ও নিয়মিত অভিযানের অভাবে বাজারে এখনও অবাধে পলিথিন ব্যবহৃত হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ - বিজ্ঞান প্রযুক্তি

আপনার জন্য নির্বাচিত