পাবনা জেলা প্রতিনিধি:
পাবনায় নতুন পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খান মহোদয়ের নির্দেশনা পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর সার্বিক তত্ত্বাবধানে ওসি ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে ১৬-০৯-২০২৪ তাং পাবনার ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার সদর থানাধীন পৌরসভায় কুটিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে ১০০ শত পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
আসামীরা হলেন, ১. মোঃ মিলন হোসেন ( ২৮) পিতা -মৃত আয়ুব আলী, সাং- বাংলাবাজার দক্ষিণ রামচন্দ্রপুর (পশ্চিমপাড়া) , থানা +জেলা -পাবনা সদর।
২.মোঃ হৃদয় হোসেন ( ২৩ ) পিতা- রফিকুল ইসলাম, সাং- আরিফপুর হাজিরহাট,থানা+জেলা-পাবনা সদর।
ওসি ডিবি এমরান মাহমুদ তুহিনকে জিজ্ঞেস করলে বলেন, ধৃত আসামিদের বিরুদ্ধে পাবনার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের করা হয়েছে।