তারিকুল ইসলাম তারিক, স্টাফ রিপোর্টার:
রংপুর পীরগঞ্জের ১৪ নং চতরা ইউনিয়নের কাঙ্গুর পাড়া গ্রামে গৃহবধুর মারপিটে বুলবুলি নামের এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৩ অক্টোবর রবিবার বেলা অনুমান ১.৩০ ঘটিকায় পীরগঞ্জ থানাধীন ১৪ নং চতরা ইউনিয়নের কাঙ্গুরপাড়া গ্রামে । থানা সূত্রে জানা যায় , একই গ্রামের ভিকটিম বুলবুলি বেগম (৪০), স্বামী মোঃ সাহাদুল ইসলাম, ও বিবাদী মমতা বেগম (৪৫), স্বামী খুশি মিয়া, উভয় গ্রাম-কাংগুর পাড়া, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুরের বাসিন্দা। এলাকাবাসীর সূত্রে জানা গেছে , একই গ্রামের প্রতিবেশী মিলে অ্যাডঃ ফারুক হোসেন এর ইউক্যালিপটাস গাছের বাগানে গাছের পাতা কুড়াইতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে মোছাঃ মমতা বেগম রাগান্বিত হয়ে ভিকটিম বুলবুলিকে কিল ঘুষি এবং সজোরে ধাক্কা দিলে বুলবুলি পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর জখম প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই বমি করেন এবং পরবর্তীতে ভিকটিমের অবস্থা খারাপ হলে স্থানীয় উপস্থিত লোকজন চিকিৎসার জন্য অজ্ঞাতনামা অটো চার্জার ভ্যান যোগে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসেন । হাসপাতাল কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুরে প্রেরণ করেন। তথায় চিকিৎসারত অবস্থায় ভিকটিম বুলবুলি বেগম মৃত্যুবরণ করেন। রংপুর পীরগঞ্জ থানা সূত্রে জানা গেছে এ বিষয়ে থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা হয়েছে। যাহার নম্বর ১৭