২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:২৯ মিনিট
  1. অপরাধ
  2. অর্থ ও বাণিজ্য
  3. আড়াইহাজার
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আর্কাইভ
  7. ঈদ আড্ডা
  8. ঈদ আনন্দ
  9. কক্সবাজার
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্রগ্রাম
 

প্রতারণা মামলার পলাতক আসামী পাঁচবিবির মাতাইশ মঞ্জিলের রাসেল চৌধুরী গ্রেফতার

প্রতিবেদক
joysagortv
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৭:০০ পূর্বাহ্ণ

মুনছুর রহমান- জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতারণা মামলার পলাতক আসামী পাঁচবিবির মাতাইশ মঞ্জিলের মৃত হায়দার চৌধুরী পুত্র রাসেল চৌধুরী (৬০) গতকাল বুধবার সন্ধ্যায় থানা পুলিশ নিজ বাড়ির এলাকা থেকে গ্রেফতার করেছেন। থানা সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে উপজেলার আওলাই ইউনিয়নের বানিয়া পুকুর গ্রামের রইচ উদ্দিনের পুত্র আমিনুল ইসলাম (৪৫) বাদী হয়ে জয়পুরহাট বিজ্ঞ কগনিজেন্স-২নং আদালতে ২৭ আগষ্ট ২০২৪ ইং তারিখে একটি মামলা করেছিল। মামলার ধারা ছিল ৪০৬, ৪২০ ও ৫০৬ (২)। মামলা নং-সিআর ৪৩৩/২০২৪। মামলার বিবরণ ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, প্রায় ১০ বছর পূর্বে রাসেল চৌধুরী আমেরিকায় অবস্থানরত তার মেয়ের ক্লিনিকে বাদী ও তার ভাই নজরুল ইসলামকে চাকুরি দিবার কথা বলে দুইজনের নিকট থেকে ১২ লক্ষ করে মোট ২৪ লক্ষ টাকা দাবি করেন। বাদী পক্ষ সরল বিশ্বাসে ৩ লক্ষ করে দুইজনে ৬ লক্ষ টাকা বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রয়, জমি বন্ধকী ও এনজিওর ঋণ গ্রহণ করে যোগার করেন এবং ৩০০ টাকার দুইটি নন জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গিকারনামা প্রদানের ভিত্তিতে রাসেল চৌধুরীকে প্রদান করেন। এই ৬ লক্ষ টাকা গ্রহণের পর থেকে রাসেল চৌধুরী বাদী আমিনুল ইসলাম ও তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এরপর দীর্ঘদিন যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে অবশেষে রাসেল চৌধুরী পরিবারের আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন যে, রাসেল চৌধুরী ইতিমধ্যে আমেরিকায় চলে গেছে। দীর্ঘদিন ভোগান্তি ও অপেক্ষা জীবন পার করেন ভুক্তভোগী পরিবার। অবশেষে সম্প্রতি লোকমারফত জানতে পারেন, রাসেল চৌধুরী দেশে ফিরেছেন। গত ২৪ আগষ্ট/২৪ ইং তারিখে ভুক্তভোগী পরিবার রাসেল চৌধুরীর মাতাইশ মঞ্জিল বাসায় এসে তার সঙ্গে যোগাযোগ করে ৬ লক্ষ টাকা ফেরত দেওয়ার কথা বললে রাসেল চৌধুরী ভুক্তভোগী পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে তার বাসা থেকে তারিয়ে দেয়। নিরুপায় হয়ে ভুক্তভোগী পরিবার জয়পুরহাট আদালতে একটি মামলা দায়ের করেন। এই মামলায় রাসেল চৌধুরীর বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেন ও থানা পুলিশ গতকাল ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে গ্রেফতার করেন এবং ২৬ সেপ্টেম্বর তাকে থানা পুলিশ জেল হাজতে প্রেরণ করেছেন।
সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ - বিজ্ঞান প্রযুক্তি

আপনার জন্য নির্বাচিত

তাড়াশে ১২ দিন ধরে ৯ পরিবারকে সমাজচ্যুত করেছে গ্রাম্য পঞ্চায়েত

বিজিবি’র সহযোগিতায় সীমিত আকারে চালু মহেশপুর থানার কার্যক্রম

ঝিনাইদহ কালীগঞ্জে এক রাতে ৩চুরি আতঙ্কে এলাকাবাসী

নড়াইলে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বৃষ্টির অজুহাতে বাড়ছে সবজির দাম

রায়গঞ্জে রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিত বিক্ষাভ মিছিল

সিরাজগঞ্জ জেলা স্কাউটস এর প্রতিষ্ঠাতাকালীন সাবেক সম্পাদক মরহুম আব্দুল আজিজ এর ১৪ তম মৃত্যু বার্ষিকী পালিত

সিরাজগঞ্জ জেলা বিএনপির মতবিনিময় সভায় ওবায়দুর রহমান চন্দন  উপজেলা নির্বাচনে কেউ অংশগ্রহণ ও সহযোগিতা করলে সাংগঠনিক ব্যবস্হা

সিরাজগঞ্জ কওমী জুটমিল চালু না হলে বৃহত্তর আন্দোলনে যাবো -সাইদুর রহমান বাচ্চু