২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:১৬ মিনিট
  1. অপরাধ
  2. অর্থ ও বাণিজ্য
  3. আড়াইহাজার
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আর্কাইভ
  7. ঈদ আড্ডা
  8. ঈদ আনন্দ
  9. কক্সবাজার
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্রগ্রাম
 

ফরিদপুরের ভাঙ্গায় ইউপি চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
joysagortv
জুলাই ১৪, ২০২৪ ৫:৫২ পূর্বাহ্ণ

উপদেষ্টা ও নিজস্ব প্রতিবেদক বিপ্লব কুমার দাস:
ফরিদপুরের ভাঙ্গায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে যমকালো আয়োজনে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে এর সমাপ্ত হয় । খেলায় ঘারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একাদশ তুজারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একাদশকে টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে। বিকেলে খেলা উপলক্ষে বৈরি আবহাওয়া উপেক্ষা করে হাজারো দর্শক খেলা উপভোগ করেন। খেলা উপভোগ করতে দুপুর থেকেই দর্শকদের উপস্থিতে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তিল ধারনের ঠাই ছিলনা। মাঠের প্রাচীর গড়িয়ে দর্শকরা গ্যালারীর নীচেও পরিপূর্ণ করে তুলে। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ন ম্যাচে খেলোয়াড়রা যখন তাদের নৈপুণ্য প্রদর্শন করে দর্শকরা তখন উল্লাস আর করতালিতে মুখরিত করে তোলে। করেন। এদিকে টুর্নামেন্ট উপলক্ষে মাঠকে ব্যাপকভাবে সুসজ্জিত, মঞ্চ তৈরি সম্পন্ন করা হয়। সেই সাথে সজ্জিত করা হয় মাঠের আশপাশের জায়গা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুর ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন পুরো সময় খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করেন । এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, উপজেলা চেয়ারম্যান কাওছার ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার ( ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহান শাহ। বিজয়ী দলের ঘারুয়া ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ মুন্সি ও রানার্স আপ দলের ইউপি চেয়ারম্যান ওলিউর রহমানের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর পুরো অনুষ্ঠানস্থল দর্শকদের উল্লাসে প্রকম্পিত হয়ে উঠে। পুরস্কার বিতরণকালে প্রধান অতিথি সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন,ফুটবলের মাধ্যমেই দেশের পরিচিতি ও ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজ সুস্থ ধারায় ফিরে আসবে এবং মাদক সহ বিভিন্ন অপরাধ, অপসংস্কৃতি হতে মুক্ত থাকবে।মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষণা অনুযায়ী খেলাধুলায় সব ধরনের পৃষ্ঠপোষকতা প্রদান করা হবে। এতে আরও উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার আলী, ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন, নির্বাচন কর্মকর্তা মোঃ হাচেন উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস প্রমুখ। উল্লেখ্য যে, ফরিদপুর জেলার ৯ টি উপজেলার ৮১ টি ইউনিয়ন পরিষদের অংশগ্রহণে জেলা পর্যায়ে সেরা ইউনিয়ন ফুটবল টিম নির্বাচনের অংশ হিসেবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকলকে সবান্ধবে খেলা উপভোগ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত- এ খুদা ক্রীড়ামোদীকে খেলা উপভোগ করায় বিনোদন প্রেমী লোকদের ধন্যবাদ জানান। এ ব্যাপারে ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহম্মেদ মুন্সী বলেন,ঘারুয়া বনাম তুজারপুর ইউনিয়নের মধ্যে টুর্নামেন্ট শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। । জয় পরাজয় বড় কথা নয়। আশা করি এ টুর্নামেন্টের মধ্যে দিয়ে যুবসমাজ সহ বিনোদন প্রেমীরা সুস্থ্য বিনোদন খুঁজে পাবে। টুর্নামেন্টটি উপজেলা ক্রীড়া সংস্থার কর্মীদের অক্লান্ত পরিশ্রমে ও তাদের সহযোগিতায় সুন্দরভাবে এটি সম্পন্ন হয়েছে বলে সংস্থার সাধারণ সম্পাদক মোঃ তানভীর আহমেদ উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ - বিজ্ঞান প্রযুক্তি

আপনার জন্য নির্বাচিত

জেলা যুবলীগের উদ্যোগে পথচারীও বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে  খাবার  বোতলপানি বিতরণ 

তাড়াশে নকল নবিশদের চাকরি জাতীয়করণের দাবীতে আমরণ অনশন

কাঁঠাল উৎপাদনকারী এলাকা শৈলকুপা হাটে সরবরাহ কম, দাম বেশি

চট্টগ্রামে ১৬ কলেজে সবাই পাস, দুটিতে পাস করেনি কেউ

চাটমোহর ৪ কেজি গাঁজাসহ আটক ১

রাজশাহীতে এমপির পুকুরে বিষ দিয়ে কোটি টাকার মৎস নিধন

চলে গেলেন ৭১ বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেক হোসেন

গাবতলীর সোন্ধাবাড়ি পূজা মন্ডপে আলোচনা সভা

জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত

নাটোরে সাবেক এমপি ডা. সিদ্দিকুরের ব্যক্তিগত প্রতিষ্ঠানে সরকারী ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন