২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:৩৪ মিনিট
  1. অপরাধ
  2. অর্থ ও বাণিজ্য
  3. আড়াইহাজার
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আর্কাইভ
  7. ঈদ আড্ডা
  8. ঈদ আনন্দ
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্রগ্রাম
  15. চাকরি
 

মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন, এমপি ড. জান্নাত আরা হেনরী।

প্রতিবেদক
joysagortv
মার্চ ১৬, ২০২৪ ১১:৪২ অপরাহ্ণ

আজিজুর রহমান মুন্না
সিরাজগঞ্জ প্রতিনিধি ,
 সিরাজগঞ্জ সদর উপজেলার  যমুনা নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত  মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষের ভিত্তি প্রস্তরস্থাপন এর  উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ)  আসনের জাতীয়  সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
 শনিবার ( ১৬ মার্চ) সকালে একডালা মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এলজিইডি’র বাস্তবায়নে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল এর সভাপতিত্বে  শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার সাহা।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী বলেন, গত ১৫ বছরে এদেশের  নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করছেন। অভাবনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের গরীব, অসহায় মানুষের প্রতি তাঁর যে মমতা ও ভালোবাসা রয়েছে এমনটি বিশ্বের খুব কম রাষ্ট্র প্রধানের রয়েছে। তিনি তাঁর কর্মে তা প্রমাণ করেছেন। দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। একটি উন্নত সমৃদ্ধশালী দেশ গড়তে  পরিকল্পিত উন্নয়ন প্রকল্প নিয়ে  সরকার এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। ৭১ এ বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে সাড়ে সাত কোটি মানুষ একত্রিত হয়েছিল। ঝাপিয়ে পড়েছিল অস্ত্রধারী হানাদার বাহিনীর উপর। স্বাধীন করেছে এই দেশ। আর আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। তিনি আরো বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার পরিকল্পনা তৈরি করেছেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা,
৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী, সাবেক ইউপি  চেয়ারম্যান আব্দুল আলীম,
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফৌজিয়া খানম, কানিজ ফাতেমা,  মোছাঃ আফরোজা, জান্নাতুল ফেরদৌস, মোছাঃ লাবনী আক্তার, সুতৃষ্ণ কর্মকার, আকলিমা খাতুন, খাদিজা খাতুন, তাছমিন আরা, আশরোফীন সুলতানা সহ দপ্তরী কাম প্রহরী হাবেল প্রমুখ,
উল্লেখ্য, ভিত্তি  প্রস্তর স্থাপন উপলক্ষে জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী মহোদয়কে স্কুলের পক্ষ হতে বিভিন্ন কার্যক্রম ভিডিও পাওয়ার প্রেজিন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার সাহা।
সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ - সিরাজগঞ্জ নিউজ

আপনার জন্য নির্বাচিত

সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে ইফতার ও সনদপত্র  বিতরণ ।

রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে টিসিবির পণ্য বিতরণ কাজের উদ্ধোধন

সরকারকে ধাক্কা মেরে ফেলে দি‌তে হ‌বে : রিজভী

রায়গঞ্জ ইউএনওর লাগসই পদক্ষেপে মুক্ত মঞ্চের কাজ শুরু

কুষ্টিয়া পিবিআইতে প্রেস রিলিজ বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত ।

সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন ও ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন এমপি হেনরী

বেলকুচিতে প্রান্তিক কৃষকের মাঝে ভুট্টা বীজ বপন যন্ত্র বিতরণ। 

কুমিল্লা কে হারিয়ে ফাইনাল এ বরিশাল

চৌহালীতে অনুষ্ঠিত হলো “তর্কে বিতর্কে উপজেলা নির্বাচন” অনুষ্ঠান

সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার এর নামে গ্রেজেট