মোঃ সাকিব খান, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরায় ছাত্রদের উদ্যোগে শহরের বিভিন্ন রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এবং জেলার সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিক আইন পালন করছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে মাগুরা বিভিন্ন রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কার করেন সাধারণ শিক্ষার্থীরা। এ কাজে জেলার ৩০ থেকে ৪০ জন ছাত্র কাজ করছেন। এমন মহৎ কাজের জন্য ছাত্রদের স্বাগত জানিয়েছেন জেলাবাসি।
বাংলাদেশে সকল জেলাতে ছাত্ররা শহর জেলা উপজেলা ইউনিয়নসহ দেশব্যাপী এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় মাগুরা জেলার প্রতিটা জেলা ও উপজেলায় সাধারণ শিক্ষার্থীরা কাজ শুরু করেছে। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা রুপক, এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাকিব, হারুন, রনি, শাহিন, সজিবসহ আরো অনেকেই।
এ সময় তারা বলেন, আমরা আজ সকাল থেকেই মাগুরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছি। আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে।