মোঃ সাকিব খান, মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর সাথে নবাগত জেলা প্রশাসকের শুভেচ্ছা ও মতবিনিময় সভা বৃহস্পতিবার বেলা সোয়া ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
নবাগত জেলা প্রশাসক মোঃ ওহিদুজ্জামান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন-মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশের।
শুরার অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা অধ্যাপক এম বি বাকের, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাহবুবুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা পৌরসভার আমীর অধ্যাপক আশরাফুল আলম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মাগুরা জেলা সভাপতি মোঃ আশিকুর রহমান, জেলা অর্থ সম্পাদক মোঃ ইব্রাহিমসহ আরো অনেকে।
সভায় জামায়াত নেতৃবৃন্দ নবগত জেলা প্রশাসকের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।