১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:৪৪ মিনিট
  1. অপরাধ
  2. অর্থ ও বাণিজ্য
  3. আড়াইহাজার
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আর্কাইভ
  7. ঈদ আড্ডা
  8. ঈদ আনন্দ
  9. কক্সবাজার
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্রগ্রাম
 

রাজবাড়ীতে চোরাই স্বর্ণ উদ্ধার দুই সতিনসহ গ্রেফতার ৩

প্রতিবেদক
joysagortv
নভেম্বর ৬, ২০২৪ ৮:০৬ পূর্বাহ্ণ

মোঃ হামজা শেখ, রাজবাড়ী :
চোরাই স্বর্ণালংকার কিনে বিপাকে পড়েছেন নিখিল চন্দ্র সূত্রধর নামে এক জুয়েলার্স ব্যবসায়ী। সোমবার রাতে ঢাকার ধামরাই থেকে তাকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। এর আগে গ্রেপ্তার করা হয় দুই সতীন মরিয়ম বেগম ও কুলসুম আক্তার উর্মিকে। এরা দুজন রাজবাড়ী পৌর এলাকার ২৮ কলোনীর হৃদয় হোসেনের স্ত্রী। নিখিল সূত্রধরের বাড়ি ঢাকার ধামরাই উপজেলা এলাকায়।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, গত ১৮ অক্টোবর তারিখে সদর উপজেলার কাালিচরণপুর গ্রামের বাসিন্দা মামুনুল ইসলাম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় স্বর্ণালংকার চুরির অভিযোগে মামলা করেন। পুলিশ তদন্ত করে অভিযুক্তদের অবস্থান চিহ্নিত করে। সোমবার ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে কালামপুর মসজিদপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মরিয়মকে আটক করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে সে জানায়, স্বামী ও সতীনকে সাথে করে সে স্বর্ণালংকারটি কালামপুর বাসস্ট্যান্ডে জুয়েলার্স ব্যবসায়ী নিখিল সূত্রধরের কাছে বিক্রি করেছে। পরে পুলিশ ব্যবসায়ী নিখিল সূত্রধর ও সতীন কুলসুম আক্তারকেও গ্রেপ্তার করে। নিখিল সূত্রধরের দেওয়া তথ্যমতে, তার কাছে বিক্রি করা স্বর্ণালংকার সে গলিয়ে ফেলেছে। ১৮ আনা ওজনের গলিত স্বর্ণ পুলিশ জব্দ করেছে।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্ত দুই নারীর স্বামী হৃদয় হোসেন এখনও পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামিদের মঙ্গলবার রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ - বিজ্ঞান প্রযুক্তি

আপনার জন্য নির্বাচিত