১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:৪৯ মিনিট
  1. অপরাধ
  2. অর্থ ও বাণিজ্য
  3. আড়াইহাজার
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আর্কাইভ
  7. ঈদ আড্ডা
  8. ঈদ আনন্দ
  9. কক্সবাজার
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্রগ্রাম
 

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা শেষে পদ্মায় জেলের জালে ধরা পড়ছে মা ইলিশ ও জাটকা

প্রতিবেদক
joysagortv
নভেম্বর ৬, ২০২৪ ৭:৫৯ পূর্বাহ্ণ

মোঃ হামজা শেখ, রাজবাড়ী
টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পুরোদমে ইলিশ শিকারে নেমেছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জেলেরা। তারা বলছেন, পদ্মা নদীতে এখন ডিমভর্তি মা ইলিশ ও জাটকা ধরা পড়ছে। তবে গত বছরের তুলনায় এবার ইলিশ পাওয়া যাচ্ছে কম।
ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত রাজবাড়ীসহ দেশের বিভিন্ন নদ-নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার।
মঙ্গলবার সকালে দৌলতদিয়া মাছ বাজারে দেখা যায়, ইলিশের বেচাকেনা চলছে। ব্যবসায়ীরা জানান, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর প্রতিদিন গড়ে ১০০ থেকে ২০০ মণ ইলিশ বিক্রি হচ্ছে। প্রতিদিন এক বেলায় ৯ থেকে ১০ লাখ টাকার ইলিশ বিক্রি হচ্ছে। তবে বেশিরভাগ ইলিশের পেটভর্তি ডিম এবং জাটকা আছে। এ ছাড়া গত বছরের তুলনায় ইলিশ কম ধরা পড়ছে বলে মনে করছেন তাঁরা। রাতভর শিকার শেষে ভোরেই ঝুড়িভর্তি ইলিশ নিয়ে মহাজনের আড়তে ঢেলে দিচ্ছিলেন জেলেরা। দাম কিছুটা কম হওয়ায় বিভিন্ন এলাকা থেকে অনেকে পছন্দমতো পদ্মার ইলিশ কিনছেন।
রাজবাড়ীর রাজাপুর থেকে প্রাইভেট কার নিয়ে ইলিশ কিনতে এসেছেন সেলিম প্রামাণিক। তিনি বলেন, ‘বাড়িতে আত্মীয় এসেছেন। তাঁরা পদ্মার ইলিশ খেতে চেয়েছেন। গতকাল খবর পেলাম, ঘাটে অনেক ইলিশ পাওয়া যাচ্ছে। তাই নিজেদের জন্য আর কিছু মেহমানদের জন্য ইলিশ কিনছি। তবে বেশির ভাগ ইলিশের পেটে ডিম আছে।’

ফরিদপুর থেকে আসা রফিকুল ইসলাম বলেন, ‘চাকরির সুবাদে মাগুরায় থাকতে হয়। দুই দিনের ছুটিতে বাড়ি এসেছি। স্ত্রীর কথামতো দুজনে সকালেই মোটরসাইকেল নিয়ে ঘাটে এসেছি পদ্মার ইলিশ কিনতে। দাম তুলনামূলক কম। ছোট জাটকা ও মাঝারি আকারের ইলিশ ৪০০ থেকে ৬০০ টাকা কেজি দরে কিনেছি।’

সালাম খাঁ নামের এক জেলে আক্ষেপ নিয়ে বলেন, নিষেধাজ্ঞার সময় নদীতে নামেননি। অনেকে তখন চুরি করে ইলিশ ধরতেন। এখন কোনো ঝামেলা ছাড়াই মাছ ধরা যাচ্ছে। দুই দিনে দুই মণের মতো ইলিশ পেয়েছেন। গত বছরের চেয়ে এ বছর কিছু কম বলে মনে হচ্ছে। সারা বছর আড়তদারের কাছ থেকে টাকা নিয়ে চলতে হয়। তাই মাছ পাওয়া মাত্র সব মহাজনের আড়তে দিতে হচ্ছে।

ব্যবসায়ী চান্দু মোল্লার মতে, ১৩ অক্টোবর ইলিশ শিকারে নিষেধাজ্ঞা না দিয়ে এক সপ্তাহ বা ১০ দিন আগে থেকে নিষেধাজ্ঞা দিলে ভালো হতো। নিষেধাজ্ঞার আগে জেলেরা অনেক ইলিশ শিকার করেছেন। আর তখনো ইলিশের পেটভর্তি ডিম ছিল। এখন বেশির ভাগ জাটকা ধরা পড়ছে।

মঙ্গলবার সকালে ৩০ মণের মতো ইলিশ বিক্রি করেছেন রেজাউল ইসলাম। তিনি বলেন, গত দুই দিনে বেশ ভালো ইলিশ ধরা পড়ছে। প্রতিদিন গড়ে ১০০ থেকে ২০০ মণ ইলিশ এই বাজারে বিক্রি হচ্ছে। বাজারে ১১ জন বড় আড়তদার রয়েছেন।

রেজাউল করিম আরও বলেন, ২৫০ থেকে ৩০০ গ্রাম ওজনের ইলিশ ৬০০ টাকা, এর চেয়ে ছোট জাটকা ৩০০ থেকে ৪০০ টাকা, এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতিদিন ভোর পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত ইলিশ বিক্রি হচ্ছে।

দৌলতদিয়া মাছবাজার আড়তদার সমিতির সভাপতি মোহন ম-ল জানান, সকালে তিনি ৯ লাখ টাকার মতো মাছ বিক্রি করেছেন। আর হয়তো আর দু-তিন দিন এমন অবস্থা থাকতে পারে।

ভারপ্রাপ্ত জেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, বর্তমানে প্রায় ৫০ শতাংশ ইলিশ ডিম ছেড়েছে। এখন ডিমওয়ালা ইলিশ ও জাটকা ধরা পড়ছে। কয়েক দিন পর এ বিষয়ে অভিযান শুরু করা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ - বিজ্ঞান প্রযুক্তি

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে পদ্মার পানি মাপছে উৎসুক জনতা

রাজবাড়ীতে সালমা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

নড়াইলে গরু চোর সন্দেহে তিন জনকে পিটিয়ে হত্যা

রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে টিসিবির পণ্য বিতরণ কাজের উদ্ধোধন

নড়াইল জেলা আ.লীগ সভাপতি সুবাস চন্দ্র বোস কারাগারে

ঝিনাইদহ কালীগঞ্জে জোরপূর্বক চাঁদা আদায়: থানায় অভিযোগ

রাজশাহীর সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান গ্রেপ্তার

জগন্নাথপুরে গরু চুরির ঘটনায় পিকআপসহ চালক আটক

চাটমোহর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে  বঙ্গবন্ধুর জন্মজয়ন্তী, জাতীয় শিশু উদজাপন।

চাটমোহর উপজেলার বড়াল,গুমানী  নদীর অবকাঠামো ধ্বংস করে মাটি কাটা থামছেই না- প্রশাসন নিরব