১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১:০৯ মিনিট
  1. অপরাধ
  2. অর্থ ও বাণিজ্য
  3. আড়াইহাজার
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আর্কাইভ
  7. ঈদ আড্ডা
  8. ঈদ আনন্দ
  9. কক্সবাজার
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্রগ্রাম
 

রায়গঞ্জে এখনো কমেনি নিত্য পণ্যের দাম

প্রতিবেদক
joysagortv
সেপ্টেম্বর ১, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জের হাট বাজার গুলোতে এখনো তেমন কমেনি নিত্য পণ্যের দাম। সব ধরনের নিত্যপণ্যের উচ্চ দামে দিশেহারা হয়ে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো। এ অঞ্চলের প্রতিটি হাট-বাজারে নিত্যপণ্যে দাম এখনও আকাশ ছোঁয়া। কিছু পণ্যের দাম কমলেও  চাল, ডাল, তেল, চিনি, আটা, ময়দা, শাকসবজি সহ প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়েই চলেছে। বিশেষ করে ডিমের দাম। প্রতি হালি ডিমের দাম বিক্রি করা হচ্ছে ৪৮ টাকা থেকে ৫০ টাকা। কাঁচা মরিচ ১৮০ থেকে ২০০ টাকা। পিয়াজ ৮০ টাকা থেকে ১০০ টাকা, আলু ৪৫ থেকে ৫০ টাকা, রসুন ২০০ টাকা। তবে কমেছে একটু মাছের দাম। মুরগির মাংস বিক্রি করা হচ্ছে কাটা ২২০ টাকা, আমান মুরগি ১৮০ টাকা। গরুর মাংস ৬৫০ টাকা। ১ সেপ্টপম্বর ২০২৪ রবিবার বিকেলে উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা যায়, আলু, বেগুন, পেঁয়াজ রসুন সহ সব ধরনের নিত্যপণ্যের  দাম খুব একটা কমতে দেখা যায়নি। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোর বাজার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বাড়তি চাল, ডাল, ডিম সহ সব ধরনের পণ্যের দাম বাড়ার কারণে অধিকাংশ নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে কথা হলে তারা বলেন, মাসে যে টাকা ইনকাম হয়, পরিবার নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাদের। এদিকে কাঁচা বাজারের বেশ কয়েকজন  দোকানদারদের সাথে কথা হলে তারা জানান, এখানে আমাদের করার কিছু নেই। আমরা যে দামে পণ্য ক্রয় করে থাকি, সে অনুযায়ী সামান্য কিছু লাভ রেখে ক্রেতাদের নিকট বিক্রি করে থাকি। এমতাবস্থায় উপজেলার প্রত্যেকটা হাটবাজারে সব ধরনের পণ্যের দাম কমিয়ে নির্ধারিত দাম টাঙিয়ে রাখার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অত্র এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ - বিনোদন