স্টাফ রিপোর্টারঃ
“বাজেট সভায় অংশগ্রহণ করবো, নিজের চাহিদা নিজেই বলবো”
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়ন পরিষদে ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ইউনিয়ন পরিষদ হলরুমে ২০২৪-২০২৫ ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট আনুষ্ঠানিক ভাবে ইউ পি সচিব মোঃ মাহবুবুর রহমান ঘোষনা করেন
তিনি আগামী -২০২৪-২৫ অর্থ বছরের জন্য মোট ২ কোটি ৯৬ লাখ ১১ হাজার টাকা সম্ভাব্য আয় ও ২ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৬০০ শত টাকা ব্যয় ও উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ লাখ ৭৫ হাজার ৪ শত টাকা দেখিয়ে বাজেট ঘোষনা করেন।
উক্ত উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান, অত্র ইউনিয়ন পরিষদের ইউ পি সদস্য মোঃ জাঙ্গাগীর আলম বাদশা সিরাজী ও জহুরুল ইসলামের সঞ্চালনায়, এই উন্মক্ত বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউ পি সদস্য জহুরুল ইসলাম, সেলিম রেজা, রুহুল আমিন, হায়দার আলী, হাবিবুর রহমান, ইমদাদুল হক রানা,শরিফুল ইসলাম,সংরক্ষিত ইউ পি সদস্যা- হালিমা খাতুন, নার্গিস খাতুন, হাসিনা খাতুন সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিরা।
এসময় অত্র ইউনিয়ন পরিষদের সুনাম ধন্য চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান, বলেন বাজেটে যে আয় ও ব্যয় ধরা হয়েছে তা পূরণ করতে সক্ষম হবো। তবে রাস্তা ঘাট,ব্রিজ,কালভার্ট, স্কুল,মসজিদ ও মাদ্রাসা,কবরস্থান, মন্দির, গীর্জার উন্নয়নে অধিক বেশির ব্যয় ধরে ইউনিয়নকে নান্দনিক হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।