রায়গঞ্জ প্রতিনিধি শামীম উদ্দিন খান :
সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান খানের যোগদানে ফিরে পেল পরিষদের চঞ্চলতা।
জানাযায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুল হান্নান খান প্রায় ১ মাস পর ২৩ শেই সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যোগদান করেন। দীর্ঘ দিন পর চেয়ারম্যান জনাব আব্দুল হান্নান খান পরিষদে যোগদান করায় তাকে স্বাগত জানান পরিষদের সচিব মাহবুবুর রহমান, হিসাব সহকারী আমিনুল হক।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান হালিমা খাতুন ইউপি সদস্য বাদশা সিরাজি, জহুরুল ইসলাম, হাবিবুর রহমান, রানা আহম্মেদ, হাসিনা খাতুন সহ আরও অনেকেই। দীর্ঘ দিন অনুপস্থিত থাকায় প্রতি দিন সেবা নিতে আসা মানুষের মধ্যে নেমে এসেছিল এক বিপর্যায়। চেয়ারম্যান সাহেব পরিষদে যোগদান করায় স্বস্তির নিঃশ্বাস ফিরে পায় এলাকায় সাধারণত মানুষ গুলো।