৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:০৯ মিনিট
  1. অপরাধ
  2. অর্থ ও বাণিজ্য
  3. আড়াইহাজার
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আর্কাইভ
  7. ঈদ আড্ডা
  8. ঈদ আনন্দ
  9. কক্সবাজার
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্রগ্রাম
 

রায়গঞ্জে চেক জালিয়াতি করে অর্থ আদায়ের  অভিযোগ আদালতে মামলা দায়ের

প্রতিবেদক
joysagortv
মার্চ ২৮, ২০২৪ ১২:৪৪ পূর্বাহ্ণ
রায়গঞ্জে চেক জালিয়াতি করে অর্থ আদায়ের  অভিযোগ আদালতে মামলা দায়ের

রায়গঞ্জ-প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে চেক জালিয়াতি করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। রায়গঞ্জ থানার চান্দাইকোনা ইউনিয়নের পশ্চিম লক্ষীকোলা গ্রামের মৃত-ময়ান উদ্দিন শেখের ছেলে মো:ফজল করিম(৪৫)ও লক্ষী বিষ্ণপ্রষাদ গ্রামের মৃত-জয়নাল আবেদীনের ছেলে মো:হাসান শহীদের  বিরুদ্ধে।
রবিবার(২৪ মার্চ) উপজেলার লক্ষী বিষ্ণপ্রষাদ গ্রামের মৃত-মফিজ উদ্দিন খানের ছেলে মো:ছানোয়ার খান(৩৯)বাদী হয়ে  রায়গঞ্জ আমলী আদালত,সিরাজগঞ্জে একটি চেকজালিয়াত মামলা দায়ের করে যাহার মামলা নং২৭-২০২৪
মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী মো:ছানোয়ার খান  ১নং বিবাদীর কাছ থেকে তার মেয়ের চিকিৎসা ব্যায় ও সাংসারিক প্রয়োজনে টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় ১নং আসামির কাছ থেকে ২ লক্ষ টাকা  চাহিলে আসামী আমার নিকট হতে স্বাক্ষরিত একটি অলিখিত চেক নেয়।
যাহার সঞ্চয়ী হিসাব নং ৪০৫০,চেক নম্বর 01X_ ২৭৫৬৪৩৬। উক্ত চেক নিয়ে  ১নং আসামী আমাকে ২লক্ষ টাকা হাওলাত প্রদান করেন। পরবতিতে হাওলাত নেয়া ২লক্ষ টাকা পরিশোধ করিলে ১নং আসামীর কাছ থেকে আমার দেয়া স্বাক্ষরিত চেকটি ফেরৎ চাইলে ২নং আসামীর কুপরামর্শে ও সহযোগিতায় চেক ফেরত না দিয়ে তালবাহানা করতে থাকে। পরে আসামীদ্বয় যোগসাজশ করে আমার বিরুদ্ধে ২নং আসামী উক্ত চেকে ৬ লক্ষ টাকা লিখে চেকটি দিয়ে আমলী আদালত,সিরাজগঞ্জে  একটি মিথ্যা মামলা দায়ের করে। মামলা নং সি,আর ৪৯৩/২৩। উক্ত মামলায় আমি জামিনে মুক্ত হই।
পরবর্তীতে আসামীর নিকট আমার জামানত স্বরুপ চেক ফেরৎ চাইলে ও আসামীর দায়ের কৃত সি,আর ৪৯৩/২৩ নং মামলা প্রত্যাহার করার কথা বললে আসামীরা নানা রকম তালবাহানা করতে থাকে
সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ - বিনোদন