রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান জিন্নাহ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার সকালে নিমগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে সকল শিক্ষক-শিক্ষিকা ও সাধারণ মানুষের উপস্থিতিতে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন তিনি।
জানাযায়, ২০১২ সালে প্রভাব বিস্তার করে প্রধান শিক্ষক পদে যোগদান করেন মনিরুজ্জামান জিন্নাহ। যোগদানের পর থেকেই শুরু হয় তার বিভিন্ন অনিয়ম আর দূর্নীতি মূলক কার্যক্রম। এসকল দূর্নীতির বিষয় গুলো তুলে ধরে ২৮/০৮/২৪ ইং তারিখে এলাকাবাসি একটি লিখিত অভিযোগ সরকারেরে বিভিন্ন দপ্তরে দাখিল করে।
বিষয়টি নিয়ে এলাকার আপম জনসধারন বৃহস্পতিবার বেলা ১১ টায় তার অফিস কার্যালয়ে যায়, এসময় বিভিন্ন বিষয় তুলে ধরে প্রধান শিক্ষকে প্রশ্ন করা হয়। এসকল প্রশ্নের কোন উত্তর দিতে না পারায় তিনি পদত্যাগ পত্রে স্বাক্ষর করে কান্নায় ভেঙ্গে পড়েন।
এ বিষয়ে বিদ্যালয়ের বর্তমান অন্তবর্তীকালীন সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, প্রধান শিক্ষকের স্বাক্ষরিত একটি পদত্যাগ পত্র এসেছে।
এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান জিন্নাহ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমাকে চাপ দিয়ে জোর করে পদত্যাগ পত্রে স্বাক্ষর নেয়া হয়েছে।