স্টাফ রিপোর্টারঃ
আগামী ৫ই জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে মতবিনিময় সভা করেছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দোয়াত কলম মার্কার প্রার্থী এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন।
শুক্রবার (৩১ মে) সকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ মোস্তফা নুরুল আমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের সঞ্চালনায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন। এসময় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন বলেন, গত ৫ বছর আমি এই উপজেলায় সকল প্রকার উন্নয়নে অবদান রাখার চেষ্টা করেছি।
আমি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দিতা করছি। সৎ মানুষ হিসেবে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে চাই।
তিনি বলেন, যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে আগামীতে একসঙ্গে সকলের সমন্বয়ে কাজ করবো। সেজন্য সবাই আমাকে সহযোগিতা করবেন। স্মার্ট রায়গঞ্জ উপজেলা গড়াই আমার স্বপ্ন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শামীম উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনর রশিদ, অভিজিৎ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক শাহিন খান সহ উপজেলা প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ।
চেয়ারম্যান প্রার্থী এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন বণ্যার্ঢ রাজনীতিক জীবনের অধিকারী। ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনীতি শুরু হয়। তিনি বর্তমানে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রয়াত (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী ইসহাক হোসেন তালুকদারের পুত্র।