মোঃ সাকিব খান, মাগুরা জেলা প্রতিনিধি:
কিশোর-কিশোরী স্থাপন প্রকল্পের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিয়ন্ত্রণাধীন ও শ্রীপুর উপজেলা মহিলা বিষয়ক অফিসের সার্বিক ব্যবস্থাপণায় আজ সকালে মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের ৩০ জন সদস্যদের মাঝে বিনামূল্যে আনুষ্ঠানিকভাবে পোষাক বিতরণ করা হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী নিজগুণে উপস্থিত থেকে তাঁর অফিস কক্ষে এ পোষাক বিতরণ করেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, মাগুরা জেলা ফিল্ড সুপারভাইজার পরেশ বিশ্বাস, শ্রীপুর উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমোটার জান্নাতুল মাওয়া, শ্রীপুর ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক, উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক ও বিশিষ্ট সাংবাদিক আশরাফ হোসেন পল্টু, সাংবাদিক আব্দুর রশিদ, কিশোর-কিশোরী ক্লাব শ্রীপুর সদর ইউনিয়নের সংগীত শিক্ষিকা মায়া ভৌমিকসহ কিশোর-কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ। পর্যায়ক্রমে এ পোষাক উপজেলার শ্রীকোল, গয়েশপুর, আমলসার, দ্বারিয়াপুর, সব্দালপুর, কাদিরপাড়া ও নাকোলসহ বাকি ৭টি ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবেও বিতরন করা হবে।