সলঙ্গা( সিরাজগন্জ) প্রতিনিধি –
সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আরাফাত রহমানের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে চাঁদাবাজির মামলা ও সেচ্ছাসেবকলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
জানাজায়, হত্যা মামলার আসামী আরাফাত রহমানের বিরুদ্ধে পাঁচলিয়া বদরুল আলম স্কুলের সভাপতি আব্দুল মান্নান বাদি হয়ে সিরাজগঞ্জ আদালতে দ্রুত বিচার আইনে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। এরই জেরে গত বৃহস্পতিবার চলমনোহরপুর এলাকায় আরাফাতের নির্দেশে সেচ্চাসেবকলীগ নেতা হাফিজুর রহমানকে হত্যার উদ্দেশ্য পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এ সময় মারাত্মক আহত অবস্থায় হাফিজুর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হাসাপাতে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত হাফিজের অবস্থা আশংকাজনক।
এ বিষয়ে, পাঁচলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয়ের স্কুলের সভাপতি আব্দুল মান্নান বলেন, হাফিজকে অন্যায় ভাবে আরাফাত ও তার লোকজন পিটিয়ে আহত করেছে অবস্থা ভালো না চিকিৎসা চলছে আপনাদের সাথে পরে কথা বলব।
এ বিষয়ে নেতা আরাফাত রহমান জানান, আমি সেখানে উপস্থিত ছিলাম না কে বা কারা হামলা করেছে তাও বলতে পারবনা।
এ ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেসহ স্থানীয় নেতাকর্মীদের মধ্য তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, আরাফাত দীর্ঘদিন ধরে পাচলিয়া এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে মরিয়া হয়ে ওঠেছে স্কুল কমিটির সভাপতি পদ ও হাটইজারা না পেয়ে বিভিন্ন জনকে হত্যার হুমকি সহ মারপিট করে আসছে। কোন সাধারণ নেতাকর্মী তার বিরুদ্ধে গেলেই তার দলবল নিয়ে হামলা করছে। একজন হত্যা ও চাঁদাবাজ মামলার আসামীর এতো ক্ষমতার উৎস্য কোথায়?
এলাকার শৃঙ্খলা ও শান্তি ফেরাতে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ জনগনসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ বিষয়ে জানতে, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হকের মুঠো একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নাই।