স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নে খোকশাবাড়ি গ্রামে ডাকাতির কবলে এক বাড়িতে প্রায় ৪০ ভরি স্বর্ণ ও ৭ লাখ টাকা লুট করেছে। শনিবার (৩০ নভেম্বর ২০২৪ইং) তারিখে দুপুর ১২টার দিকে ঘটনা ঘটেছে। ঘটনাস্থল সিরাজগঞ্জ সদর থানা পুলিশ পরিদর্শন করেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নে খোকশাবাড়ি গ্রামের গ্রামের মৃত মোকতেল হোসেন এর পুত্র জাহাঙ্গীর আলম মজিদ (৫৩) এর ও তার সহোদর ৮ সহোদর ভাইয়ের বাড়িতে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে একই গ্রামের আনোয়ার মন্ডল পুত্র বসু মন্ডল (৩৫), বিলাত এর পুত্র বিদ্যুৎ (২৫), আব্দুস সাত্তার পুত্র রাজ্জাক (২২), আনা মন্ডলের পুত্র জাহাঙ্গীর (২৫), খলিল মন্ডলের পুত্র শিহাব (২২), আবুল ডিলারের পুত্র লিটন (৪৫), ইউসুফ আলীর পুত্র মাহবুব (৫২), জুয়েল হোসেন এর পুত্র জাকারিয়া (২২), মৃত নজরুল ইসলামের পুত্র শাকিল (৩৫), জয়নাল আবেদন এর পুত্র আইয়ুব আলী (২৫), দুলাল এর পুত্র মেহেদী (২২), মৃত এনায়েত উল্লাহ এর পুত্র সুমির আলী (৫৫), আলীম এর পুত্র বিশাল (১৮) সহ অজ্ঞাত ১০/১২ ব্যক্তি আতংকিত পরিবেশ সৃষ্টি করে বাড়িঘর ভাংচুর ও ডাকাতি করে।
প্রবেশ করে বাড়ির সকল রুমে প্রবেশ করে ডাকাতি ও বাড়িঘর ভাংচুর করে। জাহাঙ্গীর আলম মজিদ এর সহোদর ৮ সহোদর ভাইয়ের একই বাড়িতে ১৩টি রুম ডাকাতরা প্রবেশ করে আলমিরা ভাংচুর করে প্রায় ৪০ ভরি স্বর্ণ ও ৭ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায়। সিরাজগঞ্জ সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।