১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ২:২৮ মিনিট
  1. অপরাধ
  2. অর্থ ও বাণিজ্য
  3. আড়াইহাজার
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আর্কাইভ
  7. ঈদ আড্ডা
  8. ঈদ আনন্দ
  9. কক্সবাজার
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্রগ্রাম
 

সিরাজগঞ্জে বিআইডব্লিউটি এর  সহকারী পরিচালকের  বাসায় দুর্ধর্ষ চুরি  ৭দিনেও উদ্ধার হয়নি মালামাল ।

প্রতিবেদক
joysagortv
মার্চ ১৬, ২০২৪ ৮:৩৮ অপরাহ্ণ

শাহ আলম
সিরাজগঞ্জ  প্রতিনিধি
সিরাজগঞ্জের বিআইডব্লিউটি এর সহকারী পরিচালক শামীম রেজার ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির  ঘটনা ঘটেছে। ঘটনার গত সাতদিনেও চুরি হওয়া মালামাল ও চোর চক্রের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা যায় সিরাজগঞ্জের বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শামীম রেজা  স্ত্রীসহ পরিবারের সবাইকে নিয়ে পৌর এলাকার ধানবান্ধী মহল্লার জি.এম হেলালী রোডের জহুরুল ইসলামের তিনতলা বাসার নিচ তলায় ভাড়া থাকতেন। গত ৬ মার্চ ভাড়া বাসা তালাবদ্ধ করে শামীম রেজার  স্ত্রী তাজরীন রেজা বাবার বাড়ি  পাবনা জেলার ঈশ্বরদীতে বেড়াতে  যান । অতঃপর ৮ মার্চ   সকালে শামীম রেজাও তার অফিসিয়াল কাজে  ঢাকায় চলে যান। এসময় বাসায় কেউ না থাকার সুযোগে বাসার বারান্দার গ্রীল ও জালানার গ্রীল কেটে ঘরের মধ্যে প্রবেশ করে স্টিলের আলমারি ও অয়্যার ড্রপের ড্রয়ার খুলে নগদ টাকাসহ সাড়ে চার ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।  এতে প্রায় চার লাখ ৬০ হাজার টাকার মালামাল চুরি হয়ে গেছে বলে দাবি করেন বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শামীম রেজা।
তিনি বলেন, গত ৮ মার্চ সকালে বাসার দরজায়  তালা দিয়া  অফিসের কাজে  আমি ঢাকায়  চলে যাই । তারপর ১০ মার্চ  রাত ১১টার দিকে আমি ঢাকা থেকে ফিরে  বাসায় এসে দেখি যে ,আমার বাসার বারান্দার গ্রিল ভাঙ্গা এবং জানালার গ্রিল কাটা ,,তারপর রুমের ভিতর প্রবেশ করে দেখতে পাই, রুমে থাকা আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে । স্টিলের আলমারি ও অয়্যার ড্রপের ড্রয়ার গুলো খোলা অবস্থায় পড়ে আছে। স্টিলের আলমারিতে রক্ষিত স্বর্ণের গহনা এবং প্লাস্টিকের ড্রয়ারে রক্ষিত নগদ টাকা কিছুই নাই,, সব চুরি হয়ে গেছে । আমি তাৎক্ষণিক বাসার মালিকসহ আশপাশের লোকজনকে ডেকে নিয়ে নিয়ে এসে বিষয়টি অবগত করি ও দেখাই ।  এতে আমার নগদ ৯হাজার ৭শত টাকাসহ আমার স্ত্রীর  সাড়ে চার ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।  চুরি যাওয়া  নগদ টাকাসহ মালামালের বর্তমান বাজার মূল্য প্রায় চার লাখ ৬০ হাজার টাকা বলে তিনি দাবী করেন। এবিষয়ে গত ১১মার্চ বিআইডব্লিউটি এর সহকারী পরিচালক শামীম রেজা  সিরাজগঞ্জ সদর থাকায় একটি অভিযোগ দায়ের করেন।এঘটনার   সাতদিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত  চুরি হওয়া মালামাল উদ্ধার ও চোরচক্রের কাউকে গ্রেফতার করতে পারেনি।  এব্যাপারে ঘটনার তদন্তকারী কর্মকর্তা ২নং পুলিশ ফাঁড়ির এসআই মোঃ মোস্তাকিন বলেন ঘটনাটির তদন্ত কাজ চলছে।আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। তবে এখন পর্যন্ত কোন ক্লু পাওয়া যায়নি।
সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ - বিজ্ঞান প্রযুক্তি

আপনার জন্য নির্বাচিত

সিংড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পাথরঘাটায় পরত্যিক্ত হরণিরে দহোবশষে উদ্ধার করছেে কোস্টর্গাড

সলঙ্গায় শত শত একর জমি জলাবদ্ধতা : পানি নিষ্কাষনের রাস্তায় পুকুর

সিরাজগঞ্জে পাট ও পাটবীজ উৎপাদনে চাষীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে পাট চাষী সমাবেশ

সিরাজগঞ্জে যমুনা রেলসেতুর কাজ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব সাইফুল ইসলাম

প্রবাসী ও এলাকাবাসীর অর্থায়নে কলকলিয়া-চন্ডিডহর সড়ক সংস্কার

বড়হামকুড়িয়া শিয়ালকোলে অবস্থিত সিরাজগঞ্জ মেসার্স তাহসান নার্সারী বৃক্ষ মেলায় অংশগ্রহণ

শারদীয় দুর্গা পূজা বোদন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু

কালিয়াহরিপুর ইউনিয়নের পাটচাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ

গ্রুপ থিয়েটার ফেডারেশান বিশেষ সাধারণ পরিষদ সভা সিরাজগঞ্জ নাট্য সংগঠন প্রতিনিধি বৃন্দের যোগদান