আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
”কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যে, অগ্রাধিকার দেয়ার সময় এখনই “ এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে “বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস”-২০২৪ খ্রিঃ পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক মাইগ্রেশন কর্মসূচি’র আয়োজনে বুধবার (৯ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ শহরের জগাইমোড় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম অফিসে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, প্রবাসী কল্যাণ ব্যাংক কল্যাণ শাখা সিরাজগঞ্জের প্রিন্সিপাল অফিসার মোঃ আখলাকুর রহমান উজ্জ্বল। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সিরাজগঞ্জ, কাউন্সিলর ও জেলা সমন্বয়কারী ব্র্যাক মোঃ গোলাম রব্বানী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আরবান ডেভেলেপমেন্ট প্রোগ্রাম, ব্র্যাক সিরাজগঞ্জের রিজিওনাল ম্যানেজার মোঃ রবিউল ইসলাম।
এসময়ে ব্র্যাক মাইগ্রেশন কর্মসূচি’র অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার উপর গুরুত্বারোপ করেন এবং সমাজের এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার আহবান জানান।