প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৪, ৯:২৪ অপরাহ্ণ
অনিল মাষ্টার ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন
রাজবাড়ী প্রতিনিধি :
জীবন যুদ্ধে হার না মানা একজন মহান শিক্ষক ছিলেন বাবু অনিল কুমার বিশ্বাস। ৭৫ বছর বয়সে ইহলোকের মায়া ত্যাগ করে ১২-১১-২০২৪ সকাল ৭টায় ফরিদপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী পূর্ণিমা বিশ্বাস ও তিন ভাই এবং চার বোনকে রেখে আনন্দ লোকের উদ্দেশ্যে যাত্রা করেন।
তিনি পাংশা সরকারি পাইলট গার্লস হাইস্কুলের অবসরপ্রাপ্ত বি,এস,সি শিক্ষক ছিলেন। তিনি ছিলেন সনাতন ধর্মীয় চেতনায় উজ্জীবিত একজন আদর্শ মানুষ। তার জীবন দশায় শিক্ষকতার পাশাপাশি অজস্র শিক্ষার্থীর নীতি-নৈতিকতা মানবিক চেতনায় অনুপ্রেরণা করা এছাড়াও স্বধর্মের মানুষের নিকট ঈশ্বর প্রেমের মহত্ব প্রচারই ছিল যার উদ্দেশ্য। তিনি পাংশা সরকারি জজ পাইলট উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারি কলেজ এবং ফরিদপুর রাজেন্দ্র সরকারি কলেজে অধ্যয়ন করেন।
ছাত্র জীবনে রাজবাড়ী সরকারি কলেজে অধ্যয়নের সময় তিনি "ছাত্র সংসদ "এর সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন। ফরিদপুর রাজেন্দ্র সরকারি কলেজে অধ্যয়নের সময় তিনি প্রায়ই জগৎবন্ধু সুন্দরের আঙ্গিনায় যেতেন এবং ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর কাছে শীর্ষত্ব গ্রহণ করেন।
পাংশা আদি মহাশনের একটানা নয় বছর সভাপতিত্বর দায়িত্ব পালন করেন এছাড়াও মহাপ্রকাশ মঠ এর সদস্য ও ইসকনের লাইভ মেম্বার ছিলেন। তিনি পাংশা উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা ও রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ছিলেন। মঙ্গলবার সাড়ে তিনটায় তার অন্তোষ্টিক্রিয়ায় আত্মীয় স্বজন সুশীল সমাজ রাজনীতিবিদ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.