রায়গঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে রায়গঞ্জের তদানিন্তন সহকারী জজ আদালতের প্রথম বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বর্তমান অবসরপ্রাপ্ত জেলাজজ আফতাব উদ্দিন । তাঁর বড় মিয়ের জামাতা আব্দুল আহাদ তিনিও এই উপজেলায় দীর্ঘ প্রায় তিন বছর ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর ছোট মেয়ের জামাতা নাহিদ হাসান খান তিনিও একই উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করে চলছেন। গত ঈদুল আযাহার আনন্দ উপভোগ করতে আফতাব উদ্দিন তাঁর স্বজনদের সাথে নিয়ে ছোট জামাতার কর্মস্থল নানা স্মৃতিতে বিজড়িত রায়গঞ্জ উপজেলায় তিনি বেড়াতে আসেন। গত ২০ শে জুন উপজেলা ক্যাম্পাসে পায়চারি করার একপর্যায়ে রায়গঞ্জের সিনিয়র সাংবাদিক এস এম নজরুল ইসলামের সাথে হঠাৎ করেই সাক্ষাৎ হয় প্রবীণ অবসরপ্রাপ্ত জেলা জজ আফতাব উদ্দিন এর সাথে। তাঁর সাথে ক্ষনিকের আলাপ চারিতায় উঠে আসে রায়গঞ্জের প্রতি তাঁর নানামুখী সৃতির অনুভূতি। এক প্রশ্ন উত্তরে তিনি অত্যন্ত আবেগ জড়িত কন্ঠে বলেন,আমি ছিলাম রায়গঞ্জের সরকারি জজ আদালতের প্রথম বিচারক।
এরপর আমার দুই মেয়ে জামাতা পর্যায়ক্রমে একই উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করছেন। কাজেই নানা সৃতি বিজড়িত রায়গঞ্জের নাম শুনলেই আমার হৃদয়ে জেগে ওঠে রায়গঞ্জের নানামুখী অতীত সৃতি আর কম্পনের অনুভূতি।