মোঃ সাকিব খান, মাগুরা জেলা প্রতিনিধি
অবৈধভাবে ভারতে প্রবেশের সময় মাগুরার দুই নারী সহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে পাচারকারীকে আটক করতে পারেনি তারা। শুক্রবার(৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোরের শার্শার পাচঁভৃলট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। আটকরা সবাই বাংলাদেশি বলে জানিয়েছে বিজিবি।
আটকরা হলেন- মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কুপুরিয়া গ্রামের গিরিশচন্দ্রের মেয়ে মঞ্জুশ্রী জোয়ারদার (৩৭) ও একই গ্রামের বিনয় জোয়ারদারের মেয়ে দিঘি জোয়ারদার (১৪) এবং বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গাজী গ্রামের শচীন্দ্রনাথ দাসের ছেলে অপু দাস (২০) ও একই জেলা সদরের পাতিলাখালী গ্রামের সঞ্জয় শিকদার মেয়ে অর্পিতা শিকদার(৩০)। পাঁচভূলট বিজিবি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার মো. ওমর ফারুক জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত দিয়ে কয়েকজন অবৈধভাবে ভারতে ঢুকবে।
পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারত সীমান্তবর্তী পাঁচভুলোট মাঠ এলাকা থেকে ৪ বাংলাদেশি নাগরিককে আটক করে। পরে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.