মোঃ শাহাদত হোসেন স্টাফ রিপোটার:
দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে নদীর পাড় কেটে মাটি উত্তলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধমে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত রবিবার ২২ শে ডিসেম্বর বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের জিনোর এলাকার চৈতু নদীতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল হুদা। এ সময় ভাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেন করে তিনি। তখন অবৈভাবে মাটি উত্তোলনকারী মো. আনছারুল ইসলামকে ভাম্যমান আদালতের মাধ্যমে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয় সুত্রে জানা যায় ২নং ইশানিয়া ইউনিয়নের জিনোর এলাকার চৈতু নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার
(ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল হুদা অভিযান চালান। এ সময় মাটি ভর্তি চারটি ট্রাকসহ চালকদের আটক করা হয়। অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মোঃ আনছারুল ইসলামকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন। অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের অপরাধে মোঃ আনাছারুল ইসলামকে ৬০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। তিনি আরও জানান এধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.