আশিক সরকার, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
শেখ হাসিনা সরকারের পতন ও পলায়নের পর সিরাজগঞ্জে আত্মগোপনে চলে গেছে পুলিশ সদস্যরা। এ পরি¯ি'তিতে জেলায় আইনশৃড়খলা ও ট্রাফিক ব্যব¯'া টিকিয়ে রাখতে ট্রাফিকের দায়িত্ব নিয়েছে ছাত্ররা। এমন পরি¯ি'তিতে সিরাজগঞ্জ শহর সহ কামারখন্দ উপজেলার বিভিন্ন মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে ছাত্র/ছাত্রী, রোভার-স্কাউট ও আনসার সদস্যদের।
গত দুই দিন যাবৎ সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত জামতৈল পূর্ব ও পশ্চিম বাজার এলাকা, বাজার ভদ্রঘাট ও কড্ডার মোড় এলাকায় এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে এসব এলাকায় ঘুরে দেখা যায়, রিকশা, অটোরিকশা, সিএনজি, ভ্যান কোন এলোমেলো ভাবে ঘোড়াফেরা করছে না । দায়িত্বরত শিক্ষার্থীরা মূহুর্তেই এসব যানজট নিরসনে সফল হয়েছে । তাদের এমন উদ্যোগ দেখে লোকজন প্রশংসা করেন।
কড্ডার মোড় এলাকায় ট্রাফিকের কাজ করা সাকিব নামের এক শিার্থী জানান, তিনি উপজেলার সরকারী হাজি কোরপ আলি মেমোরিয়াল কলেজের বিএ প্রথম বর্ষের একজন ছাত্র । পুলিশ না থাকায় যানজট লেগে জনগনের ভোগান্তি হবে ভেবে ছাত্র আন্দোলনের বন্ধুদের নিয়ে ট্রাফিকের কাজ করছে।
কড্ডার মোড় এলাকার সিএনজি চালক গোলাম মিয়া জানান, ট্রাফিক না থাকায় আমরা খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম। কিন্তু ছাত্ররা পুলিশের অনুপ¯ি'তিতে তাদের চাইতে ভাল সামলা"েছ । এতে আমরা চালকরা খুব খশি ।
বাংলাদেশ স্কাউট কামারখন্দ উপজেলার সম্পাদক আকবর আলি জানান, যানজন নিরসনে আমাদের স্কাউট কাজ করছে । মাঠে আইনশ"ড়খলা বাহিনি না আসা পর্যন্ত আমাদের ছেলে মেয়েরা মাঠে থাকবে ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা জানান, ছাত্ররা যেটি করছে তা প"থীবিতে নজিরবিহীন । তাদের কর্মকান্ড আমি দেখেছি । তাদের এই কাজের সফলতা কামনা করছি সেই সাথে উপজেলা প্রসাশনের সার্বিক সহযোগিতা থাকবে ।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.