আবরাউল মোহাম্মদ আবদুল্লাহ (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজার -৪ উখিয়া-টেকনাফের আলোচিত ইয়াবা মাফিয়া ও সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি'কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব। কক্সবাজারের টেকনাফের একটি হত্যাচেষ্টা মামলায় চট্টগ্রাম শহরের পাচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব সদর দপ্তর থেকে নিশ্চিত করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি মুঠোফোনে জানান, ৫ আগস্ট বিএনপির এক নেতার মার্কেট ভাঙচুর করাকে কেন্দ্র করে একটি মামলা হয়েছে। বিএনপি নেতা আব্দুল্লাহর দায়ের করা ওই মামলায় আব্দুর রহমান বদি এক নম্বর আসামি। সেই মামলায় হত্যাচেষ্টার ধারাও রয়েছে।
নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী আবদুর রহমান বদি। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে দলের মনোনয়ন দেওয়া হয়। তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে আব্দুর রহমান বদির নাম রয়েছে। তালিকায় ‘ইয়াবা গডফাদার’ হিসেবে আছেন বদির চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম রয়েছে।
বদিকে গ্রেপ্তারের পর র্যাবের বার্তায় বলা হয়েছে, কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে চট্টগ্রামের পাচলাইশ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.