আলমাহমুদঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর ) সন্ধ্যা ৭ টার দিকে পৌরসভা এলাকার এনায়েতপুর আশ্রয়ণ প্রকল্পের একটি ব্যারাকের দশটি পরিবারে ছরবাওে ছরবা।ে প্রাথমিক ভাবে ধারণা করা হয় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে এবং তা মুহূর্তেরমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
আগুনে পুড়ে যাওয়া দশটি পরিবার একেবারেই ক্ষতিগ্রস্ত হয়েপড়ে। পরিবারগুলোর কেউ তাদের ঘর থেকে কোনো জিনিসপত্র বের করতে পারেননি বলে জানানো যায়। সন্ধ্যা ৭ টার দিকে আগুন লাগার পর উল্লাপাড়া ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা সহ মডেল থানা পুলিশ ও স্থানীয় লোকজায়সেেিস প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুণ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস সুত্রে আগুনে ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় পনেরো লাখ টাকা। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার
(ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সেই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারগুলকে খাবার ও শীতবস্ত্র কন্বল বিতরণ করেন।
আগুনে পুড়ে ক্ষতি হওয়া পরিবারগুলো হলেন- হারান প্রামানিক, বালা খাতন, খুশী খাতুন, আলম আলী , মালা খাতুন, ঝর্ণা খাতুন ঝর্ণা খাতুন, সব খাতুন , আঞ্জুয়ারা খাতুন ও নুরাল প্রামানিক।
প্রতিবেদককে ক্ষতিগ্রস্ত পরিবারের আঞ্জুয়ারা খাতুন , মানিক মিয়া বলেন আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে মালা খাতুনের বসত ঘরে আগুন লাগে এবং তা মূহুর্তেরমধ্যে পাশের ঘরগুলোয় ছড়িয়ে পড়ে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন এর লিডার ( ইনচার্জ) সাইফুল ইসলাম জানান প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুণ নিয়ন্ত্রনে আসে। বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয় এবং আগুনে পরিবারগুলোর সব মিলিয়ে প্রায় পনেে রা লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারণা হয়।
উপজেলা নির্বাহী কমকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার ওকম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহযোগিতা দেওয়া হবেবলেও জানান তিনি।