আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নগরবাড়ি -বগুড়া মহা-সড়কের ফুলজোড় (কচুয়া) নদীর উপর নির্মিত চকিদহ ব্রীজের নীচে বন্যার গ্রোতের আঘাতে ভাঙ্গন ।
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উল্লাপাড়ার করতোয়া নদীর পানি বৃদ্ধি পাচ্ছে । উল্লাপাড়ায় বৃষ্টি না হলেও করতোয়া নদীর পানি তীব্র গ্রোতে ফুলজোর(কচুয়া) নদী দিয়ে বের হয়ে যাবার সময় চকিদহ ব্রীজের নীচ দিয়ে গর্ত করে বের হয়ে যাচ্ছে । এতে ব্রীজটি হুমকির মধ্যে রয়েছে ।
এ বষয়ে উল্লাপাড়া সড়ক উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রেজাউল করিম জানান ওই ব্রীজের পূর্ব পার্শ্বে আরও একটি নতুন ব্রীজ নির্মাণ করা হয়েছে । পুড়াতন ব্রীজ সহ নতুন ব্রীজের নীচে কিছু অংশ ক্ষতি গ্রস্থ হয়েছে ।পানি উন্নয়ন বোর্ড থেকে
নদীর মাঝে বাঁধ নির্মান করায় বাঁধ ভেঙ্গে গ্রোতের সৃষ্টি হওয়ায় এ ভাঙ্গন দেখা দিয়েছে । বাঁধ ভেঙ্গে দিয়ে পানি চলাচল করলেই কোনো সমস্য হবেনা । তিনি আরো জানান নতুন ব্রীজের এপার্টমেন্ট বড় হওয়ায় ওই ভাঙ্গনে ব্রীজ বা সড়কের কোনো ক্ষতি হবে না । যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হবে না । তিনি বলেন পুরাতন ব্রীজটি আগেই বন্ধ করে দেয়া হয়েছে । ব্রীজের উপর দিয়ে আর যানবাহন চলাচল করে না । ভাঙ্গনের মাঝে কিছু বস্তা ফেলে বন্ধ করে দেয়ার জন্য উর্ধতন কর্মকর্তাদেরকে জানানো হয়েছে ।