আলমাহমুদঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে।
‘ছাত্র শিক্ষক কৃষক ভাই , ইঁদুর দমনে সহযোগিতা চাইথ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর এ অভিযানের উদ্বোধন করা হয়।
২১ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১১ টায় উল্লাপাড়া কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৪ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত।
এ সময় কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন , ইঁদুরের কারণে সম্পদ নষ্টের হিসাব ও প্রতিকারের উপায় এবং প্রয়োজনীয়তা নিয়ে কৃষকদের মাঝে আলোচনা ও উদ্বুদ্ধ করা হচ্ছে। অনুষ্ঠানে উপজেলার মধ্যে সর্বোচ্চ ইঁদুরের লেজ জমাদানকারীকে পুরস্কৃত করা হবে বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সূমী, কৃষিবিদ আসয়াদ বিন খলিল রাহাত প্রমুখ।