স্টাফ রিপোর্টারঃ
ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাট বন্দর ও তেলের গুদামসহ ১০টি দোকানে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।
বুধবার (৭ আগস্ট) দুপুর ১টার দিকে উল্লাপাড়া মডেল থানা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার নুরুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিভাতে ৬টি ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিস।
তিনি বলেন তেলের দোকানে আগুন লাগার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কষ্ট হয়েছে, দীর্ঘ সময় আগুনকান্ড থাকার কারনে অনেক ক্ষতি হয়েছে। কি পরিমান ক্ষতি হয়েছে এই মুহূর্তে বলা যাচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবলু নামের এক ব্যক্তি বাজারে মুরগি কিনতে গেলে ব্যবসায়ীর সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে একজনকে মারধর করা হলে চরসাতবাড়িয়া ও জিগরা গ্রামের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে একপক্ষ পাট বন্দরে আগুন দিলে সেটি ছড়িয়ে তেলের গুদামসহ ১০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা বলেন হিংসা প্রতিহিংসার কারনে দেশের সম্পদ নষ্ট করা ঠিক না, এখন সবাই হিংসা বিদ্বেষ ভূলে গিয়ে সবাই কাধে কাধ মিলিয়ে দেশের স্বার্থে কাজ করার আহবান জানান।