স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলপ স্টেশন সংলগ্ন প্রায় ১ একর বাংলাদেশ রেলওয়ের সরকারি জায়গা কোন প্রকার লিজ বা রেল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অবৈধ ও বেআইনীভাবে জবর দখল করার অভিযোগ উঠেছে প্রবাবশালী পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৈহিদুল ইসলাম ফিরোজ গংদের বিরুদ্ধে। দখলকৃত জায়গাটি নীচু হওয়ায় বর্তমানে মাটি ভরাটের কাজ চলছে দ্রুত গতিতে। আর দখল করেই লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চলছে পজিশন বিক্রির মহা উৎসব।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঐতিহ্যবাহী সলপ স্টেশনের অফিস ও টিকিট ঘরের পিছন থেকে শুরু করে রেলওয়ে প্লাটফর্মের উত্তরের শেষ সীমানা পর্যন্ত প্রায় ১ একর নিচু জায়গায় ১০ থেকে ১২ ফুট উচু করে দ্রুত গতিতে মাটি ভরাট করছেন উল্লেখিত ব্যক্তিরা। এতে করে স্টেশনের পাকা ল্যাট্রিন প্রায় ছাদ পর্যন্ত এবং সেখানে দোকানগুলোর জানালা দরজা মাটিতে ঢেকে গেছে। অবৈধভাবে রেলওয়ের সরকারি জায়গা দখল করে দেদারছে মাটি ভরাটের কাজ চললেও দখলদার ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।অনুসন্ধানে জানা যায়, এক শ্রেণীর অসাধু রেল কর্মকর্তা-কর্মচারীদের সহিত পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৈহিদুল ইসলাম ফিরোজ গংরা যোগসাজস ও মোটা অংকের অর্থের বিনিময়ে জায়গাটি দখল করে মাটি ভরাটের কাজ করছেন। একই সাথে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিভিন্ন ব্যক্তিদের কাছে পজিশন বিক্রি করছেন দখলদররা। রেলওয়ের দখলকৃত এই জায়গার বর্তমান বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
এদিকে, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের সলপ স্টেশনের এই জায়গা অবৈধ জবর দখল করায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী মাননীয় রেলমন্ত্রী সহ সরকারের উর্ধ্বত্বন কর্তৃপক্ষের নিকট সুষ্ঠু তদন্ত পূর্বক অবৈধ দখলদার ও অসাধু রেল কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন। এ ব্যাপারে উল্লাপাড়া রেলওয়ে স্টেট অফিসে খোজ নিয়ে জানা যায়, দখলকৃত জায়গাটি রেলকর্তৃপক্ষ কাউকে লিজ বা মাটি ভরাট করার অনুমতি দেয়নি।
এ ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য চেয়ারম্যান তৈহিদুল ইসলাম ফিরোজ-এর মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিফ করেননি।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.