প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১০:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৫:৪২ অপরাহ্ণ
কবিতা: মনের কষ্ট -অথই নূরুল আমিন
মনের কষ্ট
-অথই নূরুল আমিন
মনটা যেন ধরাছোঁয়ার একদম বাহিরে
কখনও থাকেনা ঘরে, নড়াচড়া করে
মনের স্বপ্ন গুলো অসফল হলে পরে
মনের কষ্ট গুলো মনেই চিৎকার করে।।
মনের কল্পনা শক্তি পৃথিবী থেকে ও যেন বড়
তাই তো অবুঝ মন, চাঁদ ধরতে ও যুদ্ধ করো
নিরস্ত্র এই মন, করে জ্বালাতন, যেন সবারে
মনের বিলাপ, দহনে সয়লাব, অন্ধকারে।।
মানুষেরা সেখানেই তো অমূল্য, আছে একটি মন
মনের ফসল, প্রেম, ভালোবাসা, মানবতা অপূরণ
মনের শুভ চিন্তাগুলো থেকে হয়, ফুলের বাগান
মনের অশুভ চিন্তা থেকে, জ্বলে পোড়ে হয় বিরান।।
মনের কষ্ট গুলো স্মৃতি হয়, বিরহ গুলো লম্বা হয়
হাসি গুলো বাসি হয়, গান হয়, কবিতা - ছড়া হয়
মনের সুখ গুলো, হাওয়া হয়ে চলে যায় নিরুপায়
মনের কষ্ট গুলোই পাথরের আঘাত শত উসিলায়।
মানুষের কোনো দাম নেই, একমাত্র মনটা ছাড়া
মনের সৌন্দর্য থেকেই মানুষেরা হয় অগ্নি উড়া
মানুষ মরা কি? শুধু এই মনটা যখন থাকেনা
তাই তো মানুষ পচনশীল, কেউ আর ডাকে না।।
সংগ্রহে: প্রতিনিধি শামীম তালুকদার, নেত্রকোণা
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.