মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর থানার কার্যক্রম আবারও শুরু হয়েছে। কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা কাজে যোগ দেওয়ায় থানার কার্যক্রম শুরু হয়।
সকাল থেকে থানায় যোগ দিতে শুরু করেন কনস্টেবল থেকে পরিদর্শক মর্যাদার পুলিশ সদস্যরা। ট্রাফিক পুলিশের সদস্যরা যোগ দেওয়ার পর সড়কে দায়িত্ব পালন করা শিক্ষার্থী ও আনসার সদস্যরা ফিরে গেছেন।
৫ আগস্ট থেকে জনশূন্য থাকা জগন্নাথপুর থানা প্রাঙ্গণে আজ সকাল থেকেই মানুষের আসা যাওয়া দেখা যায়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, সেনাবাহিনীর নিরাপত্তায় আবারো জগন্নাথপুর থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। এখন আগের মতো সবকিছু স্বাভাবিকভাবে চলছে।